বাবলু ভট্টাচার্য : শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটু আজ রবিবার (২৬ ডিসেম্বর) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ দূর করতে বিশেষ ভূমিকা পালন করেন।
দক্ষিণ আফ্রিকাকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে নেলসন ম্যান্ডেলার পর বিশ্বে সব থেকে বেশি আলোচিত নাম ডেসমন্ড টুটু।
বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি ম্যান্ডেলার সঙ্গে একত্রিত হয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে তোলেন। সেই থেকেই জন্ম নেয় স্বাধীন দক্ষিণ আফ্রিকা।
স্বীকৃতিস্বরূপ ১৯৮৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পান।
Be First to Comment