গোপাল দেবনাথ : কলকাতা, ২২ ডিসেম্বর ২০২১। আকাঙ্ক্ষা মংলানির প্রযোজনা সংস্থা কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড পূর্ণ করলো সফলতার এক বছরের অভিযান। করোনা অতিমারীর মাঝেই ২০২০ সালের ১৯ শে ডিসেম্বর শুরু হয়েছিল যে পথ চলা, এক বছর পরে এসে সেই সফলতার অভিযান ফিরে দেখলেন প্রযোজক ও কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট এর কর্ণধার ও মডেল আকাঙ্ক্ষা মংলানি।
মিউজিক ভিডিও হোক বা পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ছবি, এক্সক্লুসিভ ক্যালেন্ডার থেকে শুরু করে ভিন্ন স্বাদের অ্যান্থলজি ছবি, বিভিন্ন ধাঁচের কনটেন্ট নির্মাণের মধ্যে দিয়ে সাফল্যের এক বছরের অভিযান পূর্ণ করলো কেফি। এই জার্নির শুরু হয়েছিল নাভি অরোরা, নিকিতা তিওয়ারি অভিনীত, নিকিতা তিওয়ারি ও অঙ্কিত সাঁইরাজ এর গাওয়া ‘গোল্ডেন গাউন ‘ গানের মিউজিক ভিডিওর সঙ্গে, এই মিউজিক ভিডিও দিয়েই বিনোদন দুনিয়ায় বিশেষ সারা ফেলেছিল কেফি, এর পর মুক্তি পায় তাদের এক্সক্লুসিভ ক্যালেন্ডার।
এই ক্যালেন্ডার তাদের সফলতার এমনই এক ধাপ যে এর পর দুই প্রখ্যাত সংস্থার জন্যও ক্যালেন্ডার প্রকাশের দায়িত্ত্ব নেয় তারা। সফলতা এলেও কোথায় গিয়ে যেন থেকে যাচ্ছিল অপূর্ণতা, তৃতীয় বার প্রযোজনার ক্ষেত্রে এসে কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড যেন সেই খামতিই পূর্ণ করে দেয় তারা, প্রথম বার ফিচার ফিল্ম প্রযোজনায় হাত দেয় কেফি, গৌরব দত্ত পরিচালিত, ঈশান মজুমদার, মুমজাজ সরকার, রাজেশ শর্মা, রাতাশ্রী দত্ত, কিঞ্জল নন্দ অভিনীত ‘রেড অর্কিড ‘ ছবি দিয়েই চলচ্চিত্র নির্মাণের অভিযান শুরু হয় তাদের, সেই অনুপ্রেরণা সঙ্গে নিয়েই এরপর আসে আরও দুটি কাজ,
গুজারিশ সিং, অদিতি বি, হারগুন ফিচারড মিউজিক ভিডিও ‘তুম যাহা রহো’ ও ডি জে দেবার ফিচারড ‘দ্য সাউন্ড প্রজেক্ট ‘। সমস্ত প্রজেক্টের ক্ষেত্রেই তাদের স্বপ্ন ছিল ভিন্ন ধরণের কাজ মানুষের কাছে তুলে ধরা, আর পরবর্তী ধাপে সেই বিষয়টাই আবারও প্রমাণ করে দেয় তারা, বর্তমান প্রজন্মের তিন বিখ্যাত পরিচালক অর্জুন দত্ত, ইন্দ্রাশীষ আচার্য, ও শিলাদিত্য মৌলিক এর সঙ্গে জুটি বেঁধে কাজ শুরু হয় তিন ছবির অ্যান্থলোজি ‘থ্রি কোর্স মিল ‘ নির্মাণের। ‘বিরিয়ানী’,
‘রেড ভেলভেট’ ও ‘বেবি ফুড’, এই তিন ছবিতে পাওলি দাম, এম কে রায়না, কান সিং সোধা, শ্বেতা বসু প্রসাদ, অনির্বাণ চক্রবর্তী, জয় সেনগুপ্ত, সুষমা দেশপান্ডে, অনুভব কাঞ্জিলাল দের মতোন একাধিক বলিউড ও টলিউড তারকাদের নিয়ে শুরু হয় আসন্ন এই ফিচার ছবির কাজ,
তবে এখানেই থেমে থাকে নি কেফির অভিযান, অভিষেক চৌধুরী পরিচালিত, অদেখা ভবিষ্যত নির্ভর ছবি ‘টিকিল্যান্ড ‘ এ নতুন প্রজন্মের অভিনেতা দেবতনু শুভস্মিতা মুখার্জী আবার অন্য দিকে ঋ সেনের মতো পরিচিত মুখদের নিয়ে এই ছবির খবরে বিনোদন দুনিয়ায় শোরগোল ফেলে দেয় কেফি, তাদের এই অভিযান বিষয়ে প্রযোজক ও সংস্থার কর্ণধার আকাঙ্ক্ষা মংলানি বলেন, “বিগত এক বছর ধরে কেফি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এর অভিযান অনেক চড়াই উৎরাই দেখেছে, আমরা অনেক কিছু শিখেছি, শিখছিও,
আমাদের লক্ষ্য নতুন প্রজন্মের প্রতিভাদের সুযোগ করে দেওয়া, যে সুযোগের যোগ্য প্রার্থী, অর্থগত দিক মাথায় রেখে তাদের জন্য কেফি কে একটা অনুভুতি প্রকাশের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই আমি। এই প্রযোজনা সংস্থা হোক এমনই এক ক্ষেত্র যেখানে ব্যবসায়িক দিক মাথায় রেখে প্রতিভার বহিঃপ্রকাশ করতে পারি আমরা, এটাই আমাদের ভবিষ্যত লক্ষ্য।”
Be First to Comment