তাই না…!
শম্পা দেবনাথ : ভাগলপুর : বিহার।
এক নিমেষে প্রেমে পড়া সহজ হয়,
তাকে কিন্তু টিকিয়ে রাখা সহজ নয়…!
যাকে ভাবি ..সেই আমার বাঁচার কারণ,
পুরোনো হলে মেলেনা সে সমীকরণ…!
নতুন প্রেমে শরীর ছোঁয়া বারে- বারে,
চার দেওয়ালে যত্ন – আদর দিও তারে…!
প্রথম প্রেমে… প্রেম কি ছিল এক রতি ও?
বুঝতে গেলে কয়েক জনম কাটিয়ে দিও…!
যাত্রা পথের শুরুর চলা সহজ হয়,
মনের ঘরে আগল দেওয়া সহজ নয়..!
সম্পর্ককে সময় দিও যখন – তখন,
সুদে-আসলে মিলে যাবে সমীকরণ…!
Be First to Comment