বাবলু ভট্টাচার্য : সংস্কৃত কলেজের গোডাউন থেকে ২০০ বছরের পুরনো সিন্দুক খুলে পাওয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৈরি বিধবাদের জন্য তৈরি ফান্ডের নথি।
মুক্তকেশী দেবীর বিধবা ফান্ড নামাঙ্কিত সেই নথি থেকে জানা যাচ্ছে বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের আইন পাশের সাথে বিধবাদের গ্রাসাচ্ছাদনেরও ব্যবস্থা করেছিলেন! নথিতে কোনও স্বামীহারা মহিলা কত অর্থ পেয়েছেন, তার বিস্তারিত বর্ণনা রয়েছে।
এছাড়াও তিনটে রুপোর পদক উদ্ধার করা গিয়েছে। দুটি গঙ্গামণি দেবী রুপোর পদক ও একটি এ এন মুখার্জি রুপোর পদক পাওয়া গিয়েছে।
সংস্কৃতিতে প্রথম স্থানাধিকারীকে সংস্কৃত ও প্রেসিডেন্সি কলেজ মিলে গঙ্গামণি দেবী রুপোর পদকে সম্মানিত করা হত। একটি ১৯১৯ সালের এবং অন্য পদকটি ১৯৬৫ সালের।
এ এন মুখার্জি রুপোর পদকটি দেওয়া হত ইংরাজি ভাষার সর্বোচ্চ নম্বর প্রাপককে।
এছাড়াও মিলেছে একটি দেওয়াল সিন্দুক। যেখানে ৮৫টি পাস বই পাওয়া গিয়েছে। সেগুলি বেশিরভাগই পোস্ট অফিসের বই ১৯৩০ সালের। সেখান থেকে স্কলারশিপের টাকা দেওয়া হত বলে মনে করা হচ্ছে।
Be First to Comment