Press "Enter" to skip to content

ফেস অফ বেঙ্গল সিজন – ২ এর সাংবাদিক সম্মেলন…..।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ নভেম্বর ২০২১। গত ২৮ নভেম্বর রবিবার ফেস অফ বেঙ্গল সিজন- ২ এর আনুষ্ঠানিক প্রকাশ হলো  দক্ষিণ কলকাতার এক সাংবাদিক সন্মলনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেস অফ বেঙ্গলের আয়োজক অভিজিৎ দে ও মহুয়া রায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাদ্যযন্ত্রশিল্পী ও  সুরকার পন্ডিত মল্লার ঘোষ, চলচ্চিত্র পরিচালক সুজিত গুহ, মডেল পারমিতা ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। গত ৩১ অক্টোবর ফেস অফ বেঙ্গল সিজন- ১ এর সাফল্যের পর পরবর্তী সিজনে প্রতিটি প্রতিযোগীদের আরও বড় প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই ফেস অফ বেঙ্গলের এই উদ্যোগ।

এই দিন ফেস অফ বেঙ্গলের আয়োজক  অভি বলেন, সিজন – ১ এ সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত, মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তনমন্ত্রী ও বিধায়ক মদন মিত্র। এ ছাড়াও ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন। এই সিজন – ২ তে আরো নতুন কিছু চমক আসতে চলেছে। শুধু চমক নয় সাথে নতুন প্রতিযোগীদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছেন। তারা আশাবাদী ভবিষ্যতে এই বিউটি পেজেন্ট আরও বৃহৎ থেকে বৃহত্তর আকার নেবে যার মাধ্যমে প্রচুর প্রতিভাবানরা একটা বড় প্ল্যাটফর্ম পাবেন। অভি আরো বলেন প্রথম সিজনে তারা প্রিন্সেস, মিস্টার, মিস, মিসেস এই ক্যাটেগরিগুলো রাখলেও এবার কিছুটা পরিবর্তন করে এবার তারা প্রিন্সেস, মিস, মিসেস, প্লাস সাইজ ও ট্রান্সজেন্ডার ক্যাটেগরি গুলো ওপেন করলো। অভি আরও বলেন যারা কোনো অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পায় না তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হতে চলেছে এই ফেস অফ বেঙ্গল।

ফেস অফ বেঙ্গল সিজেন -২ এর এডমিশান আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবং গ্র্যান্ড ফিনালে আগামী বছরের এপ্রিল মাসে হবে।

এদিন সুরকার পন্ডিত মল্লার ঘোষ বলেন তিনি আশাবাদী সিজেন – ১ এর সাফল্যের পর সিজন -২ আরো অনেক ভালো হবে এবং এর মাধ্যমে পার্টিসিপেন্ট রা উপকৃত হবে এবং তার একটা বড় প্ল্যাটফর্ম পাবে।

মডেল পারমিতা ব্যানার্জি বলেন তিনি ফেস অফ বেঙ্গলের প্রতিটি ইভেন্টে থাকবেন এবং তারা সবাই হাতে হাত মিলিয়ে এই প্রোগ্রামটি কি আরো বড় করে তুলবেন।

ডিরেক্টর সুজিত গুহ বলেন তিনি ফেস অফ বেঙ্গলের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন।

More from EntertainmentMore posts in Entertainment »
More from FASHIONMore posts in FASHION »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.