Press "Enter" to skip to content

ছাগ বলির নামে পশু বলি নয়কি প্রাণের বিসর্জন….!!!!

Spread the love

বিসর্জন / মতিলাল পটুয়া

পূজার ঘটে প্রাণ প্রতিষ্ঠা
পূজার নামে আড়ম্বর ,
দেবতাদের জাগায় যেন
পুরোহিতের উচ্চস্বর ।
মন্ত্রপাঠে জাগেন তারা
বাজে ঢাক ঢোল ,
ধরায় চলে খুশির জোয়ার
বয় আনন্দ রোল ।
বিরিয়ানি পোলাও খেয়ে
নুতন পোশাক পড়ে ,
ভাই বোন আর বন্ধুর দল
প্যান্ডেলেতে ঘোরে ।
পূজার কদিন ভালোই কাটে
সবাই করে মজা ,
অসহায় অবলা পশু গুলো
কেবল পায় সাজা ।
দেবতার নামে পশু বলি
হাজার প্রাণের নিধন ,
ছাগ বলির নামে পশু বলি
নয়কি প্রাণের বিসর্জন ,
এর পরেও কি প্রয়োজন
প্রতিমার নিরঞ্জন ,
যেখানে হচ্ছে পশু বলি
হাজার প্রাণের বিসর্জন ।

ছবি ::– সৌজন্যে গুগুল।

More from CultureMore posts in Culture »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.