গোপাল দেবনাথ : কলকাতা, ৪ নভেম্বর ২০২১। প্রয়াত হলেন পঞ্চায়েত ও গ্রামোয়ন্নয়ন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই নেতা ১৪আগস্ট ১৯৪৬ সালে জন্মগ্রহণ করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বেশ কিছুদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন এই নেতা। শহর কলকাতার নামজাদা চিকিৎসা কেন্দ্র এস এস কে এম হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন।
হৃদরোগ বিশেষজ্ঞ মন্ডলী সুব্রত বাবু কে অপারেশন করে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। কিন্তু শেষ রক্ষা হলো না। সকল কে ফাঁকি দিয়ে চিরতরে চলে গেলেন। প্রয়াত মন্ত্রী একসময় কলকাতা পুরসভার মেয়র ছিলেন। তিনি মেয়র থাকাকালীন পুরসভার যথেষ্ট উন্নতি সাধন হয়ে ছিল। গাড়িয়াহাট অঞ্চলে বহু পুরোনো একটি বড় মাপের দুর্গাপুজোর সংগঠক ছিলেন।
একসময় তিনি বাংলা ধারাবাহিকে অভিনেত্রী মুনমুন সেন এর সাথে অভিনয় করেন। সদা হাসিখুশি এই মানুষটি বহু ক্লাব সংগঠনের সাথে যুক্ত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় কে গভীর শ্রদ্ধার চোখে দেখতেন। সুব্রত বাবু প্রয়াত জননেতা অতুল্য ঘোষের স্বপ্নের উদ্যান বিধান শিশু উদ্যানের সাথে ওতপ্রোত ভাবে যুক্ত ছিলেন।
দীর্ঘদিনের রাজনীতিবিদ কংগ্রেসে সরকার ১৯৭২ – ১৯৭৭ সময়কালে সিদ্ধার্থ শঙ্কর রায় এর মন্ত্রী সভায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ছিলেন। ওনার সহধর্মিনী বিশিষ্ট সাংবাদিক ছন্দবানী মুখোপাধ্যায়। এই নেতার মৃত্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা ও নেত্রীগণ গভীর শোক প্রকাশ করেছেন।
Be First to Comment