গোপাল দেবনাথ : আসানসোল, ২৭ অক্টোবর ২০২১। আমাদের দেশে সারাবছর ধরেই উৎসব লেগে থেকে । বিভিন্ন রাজ্যে তাদের নিজেদের মতো করে উৎসব পালন করে থাকেন। ব্যতিক্রম নয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। এই বঙ্গে নানান উৎসব বিভিন্ন মাসে অনুষ্ঠিত হলেও বাঙালির সেরা উৎসব শারদ উৎসব বলা যেতে পারে।
বিশ্বের সর্বত্র হিন্দু এবং বিশেষ করে বাঙালিরা মহা ধুমধামের সাথে এই পাঁচ দিনের উৎসব পালন করে থাকেন। এই উৎসব কে এক কথায় মিলনমেলা বলা যেতে পারে। দুর্গাপুজো ও শারদ উৎসব শেষ হলেই চারিদিকে শুরু হয়ে যায় মিলন উৎসব যাকে এক কথায় বলা যায় বিজয়া সম্মিলনী। আমাদের দেশের সাথে সাথে বিদেশের বহু ক্লাব সংগঠন ও বিজয়া সম্মিলনীর আয়োজন করে থাকেন। এই দেশ এবং এই রাজ্যের অন্যতম মানবাধিকার সংগঠন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সারাবছর ধরে জনমুখী কাজের সাথে গত ২৬ অক্টোবর মঙ্গলবার বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন।
এই মিলন উৎসব সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী সাংবাদিকদের বলেন, আমাদের জীবনে উৎসব শেষ হয়না। শারদ উৎসব পার হতেই সামনেই শুরু হবে আলোর উৎসব অর্থাৎ দীপাবলী সেই সাথে শ্যামা মায়ের আরাধনা । আর এই দুইয়ের মধ্যে মেলবন্ধন। প্রতিটি উৎসবের মেলবন্ধন এভাবেই অনন্তকাল ধরে চলতে থাকে। আর তারই সঙ্গে আমাদের ফুড ব্যাঙ্কও সারাবছর ধরে সমানতালে চলে। উৎসবে, আনন্দে, শোকে, দুর্যোগে, প্রতিদিন এবং প্রতিনিয়ত।
নিরন্ন ও অসহায় মানুষের পাশে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিল আছে, প্রতিদিনের খাবার তুলে দিয়ে। তবু এক আধদিন অন্যরকম হয়। কাজের মধ্য দিয়েই আমরাও আনন্দ উৎসবে মেতে উঠি। বিজয়া সম্মেলন দিয়েই আমাদেরও মেলবন্ধন হলো। সারাবছর ধরে আমাদের যে কর্মীরা নিরলস চেষ্টা করে যাচ্ছেন মানুষের পাশে থাকার, এই আসানসোল শহরের সমাজকর্মীরা, যারা মানুষের কথা ভাবে, সাংবাদিক থেকে শুরু করে শিল্পী, শুভানুধ্যায়ী, বন্ধু, সবার মেলবন্ধন হলো এই মিলনমেলায়।
বুম্বা বাবু আরো বলেন, সবাই ভালো থাকুন। আগামীর আলোর উৎসব আরও সুন্দর হয়ে উঠুক। আমাদের পাশে থাকুন, মানুষের সঙ্গে থাকুন। আগামী বছর আমরা সবাই যেন করোনা মুক্ত পৃথিবীতে একসাথে মাস্ক ও স্যানিটাইজার ছাড়া বিজয়া সম্মিলনীতে মিলিত হতে পারি।
Be First to Comment