Press "Enter" to skip to content

নবমী নিশিগো তুমি যেওনা চলে……।

Spread the love

অশোক ব্যানার্জী :::—-

নবমী নিশিগো তুমি
যেওনা চলে
থাকো আরো কিছু কাল,
ভাসিয়ে নয়ন জলে
যেওনা চলে ।
একটি বছর পরে
উমা এসেছে ঘরে
নবমীর রাত শেষে
যাবে সে চলে ।
নবমীর সারা রাত
হৃদয়ের মন্দিরে
ব্যাকুল চিত্ত নিয়ে
রাখবো উমাকে ধরে ।
নবমীর অবশেষে
উমা ফিরে যাবে শেষে
স্বামীর আলয়ে,
নবমীর রাত তুমি
যেওনা বয়ে ।
অশোক ব্যানার্জী।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.