উৎসব / মতিলাল পটুয়া
মা আসছে বছর ঘুরে
তাই আনন্দে ধরাধাম ,
ঢাক বাজে ঢোল বাজে
ডাং ডাঙ্গা ডাং ডাং ।
কাশ আর শিউলি ফুলে
ধরণী হলো রাঙা ,
সবাই খাবে ভালো মন্দ
পড়বে নুতন জামা ।
এই চারদিন ঠাকুর দেখা
চলবে হৈ চৈ ,
বন্ধ থাকবে স্কুল কলেজ
বন্ধ পড়ার বই ।
থীম ঘিরে আলোর সাজি
সারা প্যান্ডেল জুড়ে ,
দল বেঁধে দেখবে সবাই
প্যান্ডেল ঘুরে ঘুরে ।
কেউ খাবে ফুচকা ,আইসক্রীম
কেউ চাউমিন মোগলাই ,
কেউ খাবে এগরোল ঘুগনি পান
কেউ চড়বে নাগর দোলায় ।
কোথাও বাজবে খোল কীর্তন
কোথাও বাউল গান ,
বাজবে যখন ঢাক কাসি ঢোল
জাগবে মায়ের প্রাণ।
সবার এখন দাবি দাওয়া
পুজোর অজুহাতে ,
ভালো প্যান্ট ভালো জামা
মাংস ইলিশ পাতে।
ভোলার খবর কেউ রাখেনা
ঘোরে পথে ঘাটে ,
ছেঁড়া প্যান্ট ব্যাগ জুতো
থাকে সাথে সাথে।
মিলু দিলুরা বড়ই গরীব
হয়না নতুন জামা ,
টাকা কড়ির বড় অভাব
খাবারও জোটেনা ।। কি পুজো কি আনন্দ
সবই তাদের সমান ,
একটুতেই মহা খুশি
অল্পে জুড়ায় প্রাণ।
এদের থেকে শিক্ষা নিলে
সবার জীবন হবে ধন্য ,
মনুষ্য জীবন বড় নশ্বর
বড় জটিল বড়ই নগন্য ।
এসো আজ প্রতিজ্ঞা করি
হাতে রাখি হাত ,
দূর করবো দারিদ্র্যতা
দূর করব এই তফাৎ ।
Be First to Comment