মোল্লা জসিমউদ্দিন : মঙ্গলকোটের প্রখ্যাত চিকিৎসক রেজাউল করিম চৌধুরী ওরফে রাজু ডাক্তার (৫৯) মারা গেলেন। মঙ্গলবার রাত ৯ টা নাগাদ মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন বড়বাজারে নিজ বাসভবনে শ্বাসজনিত কারণে মারা যান। বুধবার বেলা বারোটায় বড়বাজারের হোসেন শাহের মসজিদে তাঁর জানাযা সম্পন্ন হয়। হাজারের বেশি ব্যক্তি এই জানাযায় যোগ দেন। এরপর তাঁর মৃতদেহ পৈতৃক ভিটা পালিশগ্রামে দাফন করা হয়। মঙ্গলকোট ব্লক হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসাবে কর্মরত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিডিও মুস্তাক আহমেদ, ওসি মিঠুন ঘোষ, বিএমওএইচ ডঃ জুলফিকার আলি,ব্লক তৃণমূল সভাপতি অপূর্ব চৌধুরী প্রমুখ শোকপ্রকাশ করেছেন। যারা একদা মঙ্গলকোটে ওসি/বিডিও/বিএমওএইচ পদে কর্মরত ছিলেন সেইসব অফিসাররাও শোক প্রকাশ করেছেন। গরিব মানুষজনদের কাছে ‘কাছের’ ডাক্তার হিসাবে সুপরিচিত ছিলেন মঙ্গলকোট সহ সীমান্তবর্তী বীরভূমের নানুর থানা এলাকায়। গভীর রাতে কেউ অসুস্থ হলে নিজেই স্কুটার চালিয়ে হাজির হয়ে যেতেন রোগীর পরিবারের বাড়ীতে। তাঁর বাবাও ছিলেন অনুরূপ সুচিকিৎসক।তিনি কলকাতা হাইকোর্টের স্বনামধন্য সার্ভিস ম্যাটার সংক্রান্ত বর্ষীয়ান আইনজীবী এক্রামূল বারির নিকটাত্মীয়। এই চিকিৎসক কে ২০১৭ সালে ৩ রা মার্চ কুমুদ সাহিত্য মেলায় ‘মঙ্গলকোট রত্ন’ সম্মান জানানো হয়েছিল তাঁর চিকিৎসায় নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করার জন্য।
মারা গেলেন মঙ্গলকোটের “রাজু ডাক্তার”
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment