ইন্দ্রজিৎ আইচ : কলকাতা, ৪ অক্টোবর ২০২১। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দেরি নেই। হাতে গোনা আর মাত্র কয়েক দিন। আর বাঙালীর শারদ উৎসব মানেই পুজোর গান, গত ৩ অক্টোবর সন্ধ্যায় “সোহিনী সংগীত কলাভবনের” আয়োজনে উত্তর কলকাতার ফনিভূষণ যাত্রা মঞ্চে আকাশ মিউজিক থেকে প্রকাশিত হলো ৬ টি রবীন্দ্রসংগীতের এলবাম। সিডি গুলি হলো অন্তরা চক্রবর্তী ও প্রদীপ সাহু র “আমার পরান যাহা চায়”, শালিনী ঘোষের “নতুন আভরণে”, পিয়ালী বসুর দুটি সিডি ” মুক্তি এবং পরশমণি”, কৌস্তভ দাসের “জগৎ জুড়ে”, ও মনোনিতা পয়ড়া র “জোনাকি কী সুখে”। এই রবীন্দ্রসংগীতের সিডিগুলি উদ্বোধন করেন সংগীত পরিচালক কল্যাণ সেনবরাট, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী ভাস্কর ভট্টাচার্য ও আকাশ মিউজিক এবং সোহিনী সংগীতের কলা ভবনের কর্ণধার সঞ্জীব অধিকারী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অন্তরা চক্রবর্তী, প্রদীপ সাহু, শালিনী ঘোষ, পিয়ালী বসু, কৌস্তভ দাস, মনোনিতা পয়ড়া, সঞ্জীব অধিকারী, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য, অমিত দে, চিনু কাঞ্জিলাল, যুথিকা ঘোষ, চন্দনা চক্রবর্তী, গোপা দাস, সাগ্নিক চ্যাটার্জী, ছন্দা দেব, মিতালী ভট্টাচার্য, অভিষেক ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আবৃত্তি করেন লোপামুদ্রা সরকার।
সঞ্চালনায় ছিলেন আবির সেনগুপ্ত ও পারমিতা সরকার। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা, ভাবনা ও পরিচালনায় ছিলেন সোহিনী সংগীত কলাভবন ও আকাশ মিউজিক এর কর্ণধার সঞ্জীব অধিকারী।
প্রকাশিত হলো আকাশ মিউজিকের পুজোর রবীন্দ্র সংগীতের সিডি প্রকাশ ও সোহিনী সংগীত কলাভবনের সংগীত সন্ধ্যা…..।
More from CultureMore posts in Culture »
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- শিল্প ও সংস্কৃতির উদযাপনে নতুন অধ্যায়ে কখুবি: লোগো, ওয়েবসাইট, থিম সং ও ভারতীয় পুতুলনাট্যের ই-বুক উন্মোচন….।
- কলকাতা ময়দানে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মিলনোৎসব…।
- ব্যান্ডেল রাজহাটে লাহিড়ী বাবার অসাধারণ মন্দির….।
More from MusicMore posts in Music »
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।
- DevNet Technologies-এর প্রযোজনায় উদীয়মান কণ্ঠশিল্পী রিশিমা সাহার দুটি নতুন বাংলা গানের প্রকাশ ঘোষণা হল….।
- কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উপস্থাপন করছে সলিল চৌধুরী স্বর্ণাঞ্জলি….।
- স্বামী প্রণবানন্দজী মহারাজের আবির্ভাব উপলক্ষে “প্রণবাঞ্জলি অ্যাপ” ও “যুগের প্রণববাণী” ইউটিউব চ্যানেলের উদ্বোধন হল কলকাতায়….।
- অর্কেস্ট্রায় ভারতীয় সুরকারদের একই সুরের দুই গান সঙ্গে কবিতার কোলাজ, মঞ্চে অন্য স্বাদের অনুষ্ঠান হৈমন্তীর
- কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া : অভিষেক বসুর ছন্দযাত্রা তবলা মায়েস্ত্রো অভিষেক বসুর আমেরিকা সফর ২০২৫ — ছন্দ, অনুরণন ও সংযোগের সেতুবন্ধন…।











Be First to Comment