পারিজাত মোল্লা, মঙ্গলকোট, ৩ অক্টোবর ২০২১। অজয় নদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এবং বীরভূমের নানুর এলাকা। অজয় নদের এপারে মঙ্গলকোট এবং ওপারে নানুর অবস্থান করছে।চলতি সপ্তাহ বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার এলাকাবাসী। দুই ব্লকের প্রশাসন সুত্রে প্রকাশ, দশ হাজারের বেশি মাটির বাড়ি ভেঙে গেছে, দুশোর বেশি মৌজার কৃষি জমি ক্ষতিগ্রস্ত। ঠিক এইরকম পরিস্থিতিতে রবিবার বীরভূমের নানুরের সুন্দুরপুর সংলগ্ন এলাকায় বন্যাকবলিত।শতাধিক পরিবারকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ‘সত্য সুষমা ফাউন্ডেশন’ , ‘ফাইন্ড ট্রাস্ট’ ও ‘সত্য নারায়ণ কোল্ড স্টোরেজ’ এর যৌথ উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, শুকনো খাবার এবং বস্ত্র বিতরণ করা হয় এই মহতী কাজে খুশি বন্যা দুর্গতরা।
অজয় নদে দুর্গতদের ত্রাণ বিতরণ….।
More from SocialMore posts in Social »
- কালনাগিনী নদীবক্ষে গঙ্গারতি ও প্রণব সংস্কৃতি মেলা….।
- Senco Gold & Diamonds commences New Year with an innovative CSR initiative to acknowledge the struggling artisans of Bengal to maintain the existence of diminishing Art Forms of West Bengal….
- Empowering Through Education: Himalaya Wellness Concludes second edition of ‘My First Pimple’ Campaign…..
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- শিশুদের সাথে নতুন বছরের আনন্দে মেতে উঠলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স….।
- Acropolis Mall Unveils Grand Christmas Carnival: A Spectacular Celebration of Fun and Festivities!…
Be First to Comment