Press "Enter" to skip to content

‘জয় বাংলা এলবাম’ “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে” উদ্বোধনে রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী…..।

Last updated on September 28, 2021

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, সেপ্টেম্বর ২,, ২০২১। সঙ্গীত বা গান পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। এই সঙ্গীত যেকোনো প্রচারের অন্যতম মাধ্যম। এই সঙ্গীত যদি মানুষের হৃদয় স্পর্শ করে, তাহলে গীতিকার ও শিল্পীদের আনন্দের শেষ নেই। একটা সময় যখন আমাদের দেশ পরাধীন ছিল, তখন আদিবাসীরা গানের মাধ্যমে সাধারণ মানুষকে একত্রিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ত।

এমনকি এই সময়ে, সরকার সাধারণ মানুষকে সতর্ক করার জন্য সঙ্গীত ব্যবহার করে। এমনকি নির্বাচনী প্রচারণায় সঙ্গীত রাজনৈতিক দলগুলোর অন্যতম হাতিয়ার। কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন 30 শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রীম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী এই আসনে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাই ভোল্টেজ উপনির্বাচনের কথা মাথায় রেখে, গীতিকার ও সুরকার জুনাইদ খান একটি চমৎকার গান লিখেছেন এবং নিজে গানটি গেয়ে মানুষের হৃদয় স্পর্শ করতে সক্ষম হয়েছেন।

এই শিল্পী এমন শব্দ এবং সুর দিয়ে গান পরিবেশন করেছেন যে সবাই দিদিকে ভোট দেয়। শিল্পী জুনাইদ ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের জন্য একটি সুন্দর গান রচনা করেছেন। শ্রোতারা শুধু এই দুটি বিস্ময়কর গানই শুনবেন না বরং গানটিও দেখতে পাবেন। রাজ্যসভার সাংসদ এবং দক্ষিণ ২ 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী শুভাশীষ চক্রবর্তী ২ 24 সেপ্টেম্বর কলকাতা প্রেসক্লাবে ‘জয় বাংলা অ্যালবাম’ নিয়ে একটি সংবাদ সম্মেলনে এই দুটি ভিডিও অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া শিল্পী জুনায়েদ খান, শেখ শাহজাহান, আসিফ খান, সাজাদ ভাই, হাসান আলী, সাজিদ খান, পাপ্পু লস্কর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিল্পী উপস্থিত প্রত্যেকের জন্য দুটি গান গেয়েছিলেন।এই দুটি গানই ইউটিউবে দেখা যাবে।

More from MusicMore posts in Music »
More from PoliticalMore posts in Political »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.