গোপাল দেবনাথ : কলকাতা, ২৩ সেপ্টেম্বর, ২০২১। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বহুদিন আগেই শেষ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নতুন সরকার গঠন করেছেন। সেই সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়।
কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারী র কাছে নির্বাচনে পরাজিত হওয়ার কারণে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী কে পুনরায় উপনির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। এই ভবানীপুর বিধানসভাকে কেন্দ্র করে কংগ্রেস দল প্রার্থী না দিলেও বিজেপি সহ অন্যান্য দল এই নির্বাচনে প্রার্থী দিয়েছেন। ইতিমধ্যে তারা জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন।
সেইসব দলের মধ্যে অন্যতম হিন্দুস্থানী আওয়ামী মোর্চা সেক্যুলার দল। আজ ২৩ সেপ্টেম্বর সন্ধ্যেবেলায় কলকাতা প্রেস ক্লাবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী জিতেন রাম মাঝি সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন ভবানীপুর উপনির্বাচন – ২০২১ এর তার দলের প্রার্থী হিন্দুস্থানী আওয়ামী মোর্চা সেক্যুলার শতদ্রু রায় এর সমর্থনে। শতদ্রু রায় ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে নির্বাচনে দাঁড়িয়েছেন। হিন্দুস্থানী আওয়ামী মোর্চা সেক্যুলার দলের প্রার্থীর অভিযোগ কলকাতার ভবানীপুর কেন্দ্রে তাদের নির্বাচনী প্রচারে ব্যাপক ভাবে বাধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয় আরো অভিযোগ স্থানীয় থানা এফ এই আর নিতে পর্য্যন্ত গড়িমসি করছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী জিতেন রাম মাঝি বলেন আমরা বিজেপি দল কে সাহায্য করার জন্য উপনির্বাচনে প্রার্থী দিইনি। নিজের দল কে মজবুত করার জন্যই সঠিক প্রার্থী বাছাই করেছি। উল্লেখ্য শ্রী জিতেন রাম মাঝি হিন্দুস্থানী আওয়ামী মোর্চা সেক্যুলার দলের সর্বভারতীয় সভাপতি।
Be First to Comment