সুজিত ঘোষ, কোচবিহার,২৯শে ডিসেম্বর২০১৯- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ কোচবিহার উৎসব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল মহাত্মা গান্ধী এন আর ই জি এ মিড- টার্ম এওয়ার্ড-২০১৯ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী তফসিলী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।জেলা পরিষদের সভাধিপতি শ্রী উমাকান্ত বর্মন ও জেলা শাসক পবন কাদিয়ান সহ বিশিষ্ট সরকারী অধিকারীকরা। বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও উমাকান্ত বর্মন সহ বিশিস্ট জনেরা।
কোচবিহারে এন আর ই জি এ মিড-টার্ম এওয়ার্ড ২০১৯
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment