গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ আগস্ট ২০২১। নারীদের ক্ষমতায়ন এই কথাটা ইদানিংকালে খুবই শোনা যায়। কতজন মানুষ আছেন যারা এই কথাটায় বিশ্বাস করেন! আফগানিস্তান এর কথা না হয় ছেড়েই দিলাম, আমাদের দেশের নানানপ্রান্তে মহিলাদের উপর অত্যাচারের কথাই আমরা জানতে পারি। আসলে প্রাচীনকাল থেকে পুরুষ ত্রান্তিক সমাজে সেই অর্থে মহিলাদের মর্যাদা দেওয়া হয়না বলে মহিলাদের অভিযোগ। এই সময়কালে যদিও মহিলাদের ক্ষমতা এবং তাদের সফলতার কথা আমরা জানতে পারি। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত অলিম্পিকে মহিলা খেলোয়াড় দের সাফল্য আমাদের দেশের মুখ উজ্বল করেছে। নারী শক্তির ক্ষমতায়ন নিয়ে নতুন সিনেমার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল গত শনিবার অর্থাৎ ২১ আগস্ট কলকাতা প্রেসক্লাব এ। উদ্দেশ্য পরিচালক শুভেন্দু দাস এর নতুন চলচ্চিত্র “ওমেন পাওয়ার” এর আনুষ্ঠানিক ঘোষণা।
আনুষ্ঠানিক ঘোষণার সাথেই ছবির পোস্টার প্রকাশিত হলো। এই সিনেমায় আজকের সমাজে “নারী শক্তি” এর কথা উঠে আসবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছবির নায়ক সাহেব ভট্টাচার্য্য, নায়িকা অলিভিয়া সরকার এবং উপাসনা মিত্র। এই সিনেমার প্রযোজক ইন্দোরে’র প্রবাসী বাঙালি রাজীব পাল। আগামী নভেম্বর থেকে এই সিনেমার শুটিং শুরু হবে। আউটডোর শুটিং হওয়ার কথা আছে কলকাতা, ইন্দোর ও ভূস্বর্গ কাশ্মীরে।
Be First to Comment