গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ আগস্ট ২০২১। বেলেঘাটা শুঁড়া স্পোর্টিং ক্লাব এর পরিচালনায় শুঁড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এই বছর ৮০তম বর্ষে পদার্পন করলো। এই বারের দুর্গোৎসবের মূল কথা “মুক্ত করো মা”।
সৃজনে রাজু সূত্রধর, প্রতিমা রূপদানে মৃৎশিল্পী গোপাল পাল। গত ৮ই আগস্ট ছিল খুঁটি পুজোর দিন অর্থাৎ সেই দিন থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেল। এই দুর্গা পুজোর সাথে যুক্ত মহিলাদের সাজ ছিল নজরকাড়া।
তারাই ছিলেন সেই দিনের প্রধান চালিকা শক্তি। পুরোহিত মশাইয়ের পবিত্র মন্ত্রচারণের মধ্যেই বিভিন্ন আচার বিধি মেনে যথাযোগ্য স্থানে খুঁটি স্থাপন করা হলো। সেই দিন ছিল ২২শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবসে কবি কে শ্রদ্ধা জানিয়ে সমবেত ভাবে রবীন্দ্রসংগীত পরিবেশন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের মহিলা সদস্যরা।
এই খুঁটি পুজোর দিনে করোনা কালে যে সকল বিভিন্ন ক্ষেত্রের মানুষ নিজের জীবনের বাজি রেখে অপরের জীবন বাঁচিয়েছেন পুজো কমিটির পক্ষ থেকে তাদের সন্মান জানানো হলো।
খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলেঘাটা থানার অফিসার ইনচার্জ শ্রী প্রেমজিৎ চৌধুরী, ডাঃ দেবরাজ দে পুরকায়স্থ, নার্সিংহোমের কর্মী শ্রীমতি শুক্লা মন্ডল, এম্বুলেন্স চালক শ্রী দেবাশীষ দাস, পুজো কমিটির সভাপতি ডাঃ শ্রীরাম সোনি এবং থিম মেকার রাজু সূত্রধর।
সমগ্ৰ অনুষ্ঠানটি করোনা অতিমারী বিধি মেনে আয়োজন করা হয়েছিল। ঘোষণায় ছিলেন অমিত দে।
Be First to Comment