গোপাল দেবনাথ – প্রতি বছরের মতো এবছরেও বিধান শিশু উদ্যান সকাল থেকে হাজার হাজার শিশু কিশোরের কলকাকলিতে মুখর ছিলো। সঙ্গে অবশ্যই তাদের বাবা মায়েরা। উদ্যান জুড়ে আজ উৎসবের আমেজ। অনেকেই বাড়ি থেকে তৈরি করা খাবার নিয়ে সবুজ ঘাসের ওপর শতরঞ্জি বিছিয়ে পিঠে আলতো রোদের ছোঁয়ায় তার সদগতি করছেন পরিবারের সবাইকে নিয়ে। যাদের সঙ্গে বাড়ির তৈরি খাবার নেই তাদের জন্য তো উদ্যান জুড়ে রয়েছে ফুচকা, ভেলপুরী, ঘুঘনিসহ হরেক রকমের খাবারের আয়োজন। এইসব উৎসবের দিনগুলি বিধান শিশু উদ্যান হয়ে ওঠে সাধারণ ঘরের মানুষদের সত্যিকারের বেড়ানোর জায়গা। এখানে নেই কোনো প্রবেশ মূল্য। সপরিবারে যেমন হাজার হাজার মানুষ আসেন তেমনি আবার বিভিন্ন বয়সের বন্ধুরা সব দল বেঁধে এসে নির্ভেজাল আড্ডায় মেতে থাকে। ছোটোরা দৌড়দৌড়ি করছে সারা মাঠ জুড়ে। কেউ খেলছে ক্রিকেট। আবার অন্য কেউ বা র্যাকেট। অনেকেই হাতি কিংবা সিংহের পিঠে চেপে বসে আছে। বাবা মায়েরা মোবাইলে ফটাফট ছবি তুলছেন।
এতো গেল শুধু বিধান শিশু উদ্যানের চিত্র। কিন্তু এর পাশাপাশি চলছে বিধান শিশু উদ্যান পরিচালিত সারা রাজ্যজুড়ে ২০২০ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের প্রস্তুতির অঙ্গ হিসেবে ‘বি এস ইউ প্রয়াস মক টেস্ট’ এর আয়োজন। আজ থেকে শুরু হওয়া এই মক টেস্ট চলবে ৩১ডিসেম্বর পযর্ন্ত। আজ প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনের পরীক্ষাগুলোও সুষ্ঠু সুন্দরভাবে শেষ হবে বলে জানালেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার। এর পরেই হবে “ডাউট ক্লিয়ারিংয়ের ক্লাস”। এই মক টেস্টের পর্ব শেষ হতে হতেই এসে যাবে ইসরোর সহযোগিতায় মহাকাশ প্রদর্শনী। ভারতবর্ষে মহাকাশ গবেষণার জনক ড.বিক্রম আম্বালা সারাভাইয়ের জন্মশতবর্ষ উৎযাপনের অঙ্গ হিসাবে এই উদ্যানে এই প্রদর্শনীর অন্য গুরুত্ব রয়েছে। অন্যান্য বছরের মতো প্রদর্শনীর পাশাপাশি চলবে কুইজ, বিতর্ক এবং তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা। ২২,২৩ এবং ২৪ জানুয়ারী ২০২০ তে হবে এই আয়োজন। সঙ্গে অবশ্যই থাকবে মডেল তৈরীর প্রতিযোগিতা। আর সঙ্গে তো থাকছেই প্রতি বিভাগে প্রথম হওয়া ছাত্র ছাত্রীদের শিক্ষক শিক্ষিকাসহ নিঃখরচায় শিক্ষামূলক ভ্রমনের ব্যাবস্থা। তথ্য সহায়তায়- গৌতম তালুকদার।
বিশ্বব্যাপি সর্বজনীন উৎসব বড়দিন- ছোঁয়া বিধান শিশু উদ্যানে সেই সাথে বি এস ইউ প্রয়াস মক টেস্ট…
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment