মোল্লা জসিমউদ্দিন : ১০ জুলাই, ২০২১। বিধানসভার ভোটে প্রাক্কালে ভোটকুশলী প্রশান্ত কিশোরের শুদ্ধিকরণের দাওয়াই ‘দিদি কে বলো’ কর্মসূচিতে কাটমানি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য।অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই হারিয়ে যেতে বসেছিল ‘কাটমানি’ প্রসঙ্গটি।তবে হারিয়েও হারালো না কাটমানি। বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে দাখিল হওয়া রাজ্যের রিপোর্ট দেখে চক্ষু চড়কগাছ ডিভিশন বেঞ্চের। একটি হোমের শুধুমাত্র নিচের তলা নির্মাণে খরচ তালিকা ৩ কোটি ৪১ লক্ষ টাকা। এই দেখে হাইকোর্ট মামলা চলাকালীন মন্তব্য রাখে যে – ‘,কাটমানির টাকায় কি ঠিকেদারের রাজপ্রাসাদ! ‘ গত জুন মাসে মারণ ভাইরাস করোনা আবহে বিভিন্ন হোমে ৩০ জন করোনা পজিটিভ উঠে আসায় হাইকোর্ট স্বতঃস্ফূর্ত মামলা রুজু করেছিল।রাজ্যের হোম গুলির চরম অপব্যবস্থা এবং হোমে থাকা ব্যক্তিদের প্রতি চরম অবহেলায় ক্ষুব্ধ আদালত রাজ্যের কাছে হোম নিয়ে সার্বিক রিপোর্ট তলব করেছিল।সেই রিপোর্ট আজ জমা পড়ে।তা দেখে তীব্র ভৎসনা করে রাজ্য কে।পাশাপাশি আরও বিস্তারিত রিপোর্ট তলব করে আদালত। রাজ্যের সমস্ত হোমগুলি স্বতন্ত্রভাবে পরিকাঠামোর উল্লেখ রাখতে হবে, কিভাবে টেন্ডার ডাকা হচ্ছে হোমের ভবন নির্মাণে, কতগুলি টেন্ডার জমা হয়েছে তা বিস্তারিত রিপোর্ট আকারে পুনরায় রাজ্য কে জানাবার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি সৌমেন সেন এর ডিভিশন বেঞ্চ। পাশাপাশি হোমের সমস্ত আবাসিকদের বয়সগত দিক দিয়ে করোনা ভ্যাক্সিন দেওয়ার নির্দেশ দেয় আদালত। গত ১৪ জুন রাজ্যের হোমগুলিতে একসাথে ৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় উদ্বেগ প্রকাশ করে স্বতঃস্ফূর্ত মামলা রুজু করে থাকে হাইকোর্ট। এদিন বিচারপতি সৌমেন সেন এজলাসে রাজ্যের আইনজীবী কে বলেন – ‘ একটি হোমের শুধুমাত্র নিচের তলা নির্মাণে খরচ ৩ কোটি ৪১ লক্ষ টাকা! তাহলে হোমগুলির অবস্থা এত শোচনীয় কেন? তাহলে কি হোম নির্মাণ থেকেও কাটমানি নিয়ে ঠিকেদাররা রাজপ্রসাদ গড়ছে! ‘
হোমের নিচেতলা গড়তে ৩.৪১ কোটি! কাটমানি নিয়ে সরব হাইকোর্ট…..।
More from GeneralMore posts in General »
- Desun Hospital Observes World Cancer Day 2025 with Music Therapy and Awareness Initiatives…
- টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা হলো..।
- কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্ঘে সরস্বতী পুজো…।
- বিচারদানে মিডিয়েশনের গুরুত্ব বোঝাতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল….।
- TV9 বাংলার নিউজ সিরিজ ‘দিল্লি কা লাড্ডু’….।
- আগামীকাল রবিবার ঢাকুরিয়া লেক CRC-তে ভিন্টেজ কার র্যালি, পতাকা উড়িয়ে সূচনা করবেন মদন মিত্র….।
Be First to Comment