গোপাল দেবনাথ – আজকের দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে পরিবহন আবশ্যক। সেটা বাস, ট্রেন, মোটরসাইকেল, অটো, সাইকেল, ট্যাক্সি নাহলে ব্যক্তিগত গাড়ি প্রয়োজন। আজকের এই সমাজে ব্যক্তিগত গাড়ি ব্যবহার আগের চেয়ে অনেকটা কমে গেছে এর অন্যতম কারণ সারা পৃথিবী জুড়ে আপ ক্যাব নির্ভর গাড়ির ব্যবহার। এই ভারতবর্ষতেও আপ ক্যাব নির্ভর গাড়ির ব্যবহার ও বহু মাত্রায় বৃদ্ধি পেয়েছে। আগের বছরের চেয়ে এই অর্থবর্ষে গাড়ির বিক্রি বহু লাংশে হ্রাস পেয়েছে। আজকের যুব সমাজের চাকুরী জীবীরা গাড়ি ক্রয় করতে বিশেষ আগ্রহী নয়। বর্তমানে এই দেশ সহ এই বাংলায় আপ ক্যাব নির্ভর গাড়ি সংস্থা ওলা ও উবের অনেকদিন ধরে তাদের পরিষেবা চালিয়ে যাচ্ছে। এই দুটো সংস্থা গাড়ি পরিষেবা দেওয়া সত্ত্বেও গাড়ির সঙ্কুলান ঠিক মতো হয়না। এই পরিষেবা পাওয়ার জন্য অধিকাংশ সময় অনেক বেশি অর্থ ব্যয় করতে হয় যাত্রীদের। এই আপ ক্যাব সমস্যা দূর করতে আগামী বছরের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে নতুন আপ ক্যাব ‘ওকে ক্যাব’। এই নতুন ক্যাব সংস্থার কথা ঘোষণা করেন ওকে ক্যাবস এর ম্যানেজিং ডিরেক্টর ধ্রুবজ্যোতি দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিজনেস হেড রাকেশ নায়েক, টেরিটরি হেড ইন্দ্রজিৎ এবং ওকে ক্যাবস এর অন্যান্য বিশিষ্ট সদস্যরা। এই অনুষ্ঠানে ওকে ক্যাবস এর ম্যানেজিং ডিরেক্টর জানালেন, আমাদের ক্যাবটি শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কলকাতার বাইরেও চলবে এই ক্যাব। কলকাতা থেকে বাইরে যেকোনো জায়গাতে যাতায়াত করতে পারবেন অতি সহজেই। এই প্রথম কোনো ক্যাব কোম্পানি এই পরিষেবা চালু করতে চলেছে। ওলা বা উবরের এখনও পর্যন্ত এম্বুলেন্স পরিষেবা নেই কিন্তু জনসাধারণের কথা ভেবে ওকে ক্যাবস এই এম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে। আগামী বছরের শুরু থেকেই এই পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন ওকে ক্যাবস এর ধ্রুবজ্যোতি দাস। যে সমস্ত সাধারণ নাগরিক এই ক্যাবটি ডাউনলোড করতে পারবেন না, তারা যদি একটি বিশেষ নম্বরে মিস কল দেন তাহলে সংস্হা থেকে মিস কল নম্বরে যোগাযোগ করে নেওয়া হবে। এই ধরণের পরিষেবা কলকাতা সহ পশ্চিমবঙ্গে প্রথম। খরচ হবে সাধ্যের মধ্যেই বলে আশা প্রকাশ করেছেন এই ক্যাব সংস্হার প্রধান ধ্রুবজ্যোতি দাস।
কলকাতা সহ পশ্চিমবাংলায় আগামী বছরে চালু হতে চলেছে “ওকে ক্যাবস”
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment