গোপাল দেবনাথ – আনন্দনগরীতে হাজির “চেয়ার পোয়েট্রি ইভনিংস” দ্বিতীয় বারেও শহর জুড়ে একগুছ অনুষ্ঠান নিয়ে। তিন দিনের এই উদযাপনে উপস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কবি ব্রায়ান টার্নার, পর্তুগালের সারা এফ কোস্তা, চিলির জেসাস সেপালভেদা, নেদারল্যান্ডসের এলমার কুইপার, হাঙ্গেরির বালাজসজলেসি, স্লোভাকিয়ার হানজানসিলা ন্যাগি। ভারতের প্রতিনিধিরা হলেন অরুন্ধতী সুব্রহ্মণইম, দেবীপ্রসাদ মিশ্র, আশুতোষ দুবে, যশোধরা রায় চৌধুরী, অংশুমান কর, কাত্যায়নী, বীনা সরকার, এলিয়াস, প্রবোধ পারিখ, কৌশিকী দাশগুপ্ত, অভিমন্যু মাহাতো সহ বিশিষ্ট কবিগণ অংশগ্রহণ করেছেন। জোড়াসাঁকোর রথীন্দ্র মঞ্চে এই উৎসবের সূচনা করেন ওড়িয়া ভাষার প্রখ্যাত কবি, জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত, পদ্মশ্রী প্রতিভা রে। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি সুবোধ সরকার, এ ছাড়া ও ছিলেন দেশ বিদেশের আমন্ত্রিত বিশিস্ট কবিরা। এই উৎসবে কলকাতার ১৩টি স্কুলের পড়ুয়াদের লেখা এবং জয়ী বসু সম্পাদিত কবিতার এই সংকলন টির আনুষ্ঠানিক প্রকাশ হল উপস্থিত ছাত্র ছাত্রীদের নিয়ে। এই কবিতা উৎসবে শুনতে পাওয়া যাবে এই বিশ্বের নানা ভাষার কবিতা। উৎসবের অধিকর্তা সনেট মন্ডল বলেন আমাদের এই ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে ছিল কবির চেয়ার। উৎসবে মেটাফোর হয়ে। উৎসবের নামটাও বাছা হয়েছিল কবি-জীবনের এই ছবি টাকে ভাবার পরিসর জোগাতেই। বিদেশের মতোই উদযাপনটাকে আমরা ছড়িয়ে দিতে চেয়েছি সারা শহর জুড়ে। যাতে উৎসবের কটা দিন গোটা কলকাতা ক\nবিতায় বাঁচে, কবিদের ও স্বাদ বদল হয়। উৎসবের আর এক অধিকর্তা তুষার ধওয়ল সিং বলেন এই কটা দিন কবিতার সুক্ষ্মতম অনুভূতিগুলোকে ছুঁয়ে দেখবে কলকাতা। কবিতা তো আসলে জীবনের গতিপথে এক অন্যতম সঙ্গী। ২৪শে নভেম্বর গঙ্গাবক্ষে এক ক্রুজে- এ মিলিত হবেন কবিরা। রাতের কলকাতাকে সাক্ষী রেখে গঙ্গার তরঙ্গে প্রাণ পদ্ম ভাসাবে আটটি ভাষার কবিতা। এই কবিতা উৎসবে লোকগীতির সুরে দেব চৌধুরী ও তাঁর ‘সহজিয়া’ ব্যান্ড এর গান শ্রোতাদের খুব ই আনন্দ দিয়েছে।
গঙ্গাবক্ষে ক্রুজে আটটি ভাষার কবিতা নিয়ে মিলিত হবেন কবিরা
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment