গোপাল দেবনাথ – খুব শীঘ্রই আসতে চলেছে অতনু রায় চৌধুরী প্রযোজিত নতুন ছবি ‘টনিক’।|শুক্রবার থেকে শুরু হলো ছবির শ্যুটিং। মুক্তি পেল ‘টনিক’ ছবির পোস্টারও।
কালিম্পং-এ চলছে ‘টনিক’-এর শ্যুটিং। শ্যুটিং স্পট থেকে ইন্সট্রাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছেন, ‘আজকে আমাদের টনিক এর প্রথম দিনের শ্যুটিং শুরু হলো , স্বাগত জানাই আমাদের পরিচালক অভিজিৎ সেন-কে , তার এক নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে , শুভকামনা রইলো|ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়াকে। ছবিতে শকুন্তলার বিপরীতে অভিনয়ে থাকছেন পরান বন্দ্যোপাধ্যায়। ছবির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব।
শ্যুটিং শুরু হলো – “টনিক”
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment