বাবলু ভট্টাচার্য : ২০২০ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী৷ তাদের একজন কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেছেন আর অন্য দুজনের বিষয় ছিল গ্যালাক্সি৷ এই ত্রয়ী হলেন যুক্তরাজ্যের রজার পেনরোস, জার্মানির রাইনহার্ড গেনজেল এবং যক্তরাষ্ট্রের আন্দ্রেয়া ঘেজ৷ এরমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে রজার পেনরোস গবেষণা করেছেন কৃষ্ণ গহ্বর নিয়ে৷ তিনি দেখিয়েছেন আপেক্ষিকতার সাধারণ তত্ত্বই কৃষ্ণ গহ্বর গঠনে ভূমিকা রেখে চলছে৷ নোবেল পুরস্কারের অর্থমূল্যের অর্ধেকটাই পাবেন তিনি৷পদার্থে নোবেল পুরস্কারের বাকি অর্থের অর্ধেক পাবেন জার্মানির মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্স-এর গবেষক রাইনহার্ড গেনজেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ঘেজ৷ তারা দু’জন আমাদের গ্যালাক্সির কেন্দ্রে অদৃশ্য এবং ভারি এক ধরনের বস্তু (সুপারম্যাসিভ কমপ্যাক্ট অবজেক্ট) আবিষ্কার করেছেন৷
পদার্থ বিজ্ঞানের নোবেল বিজয়ীও তিনজন……..।
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment