গোপাল দেবনাথ – বিশিস্ট সাহিত্যিক নবনীতা দেব সেন বয়স হয়েছিল ৮২ বছর, তিনি বেশ কিছু দিন ধরে দুরা রোগ্য ক্যানসার ব্যধিতে ভুগছিলেন। আজ সন্ধ্যায় তার নিজ বাসভবন “ভালোবাসা” তেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই প্রখ্যাত লেখিকার জন্ম ১৯৩৮ সালের ১৩ই জানুয়ারী। তাঁর পিতার নাম নরেন্দ্র দেব মাতা রাধারানী দেবী। সেই যুগের বিশিস্ট কবি দম্পতি হিসেবে সমাজে সুপরিচিত ছিলেন। ছোট বয়স থেকেই তিনি সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছেন। নিজের মাতৃ ভাষা ছাড়া দেশী বিদেশী নানা ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। কলকাতায় গোখেল মেমোরিয়াল গার্লস থেকে শিক্ষা শুরু এর পরবর্তী সময়ে লেডি ব্রেবোনে, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর উনিভার্সিটি। এর পরবর্তী সময়ে বিদেশের নানা কলেজে পড়াশুনা করে শেষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা ও গবেষণা করেছেন। ১৯৯৯সালে নটি নবনীতা গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। ২০০০ সালে পদ্মশ্রী সম্মানে ভুষিত হন। ১৯৫৯ এ তার প্রথম কাব্য গ্রন্থ ” প্রথম প্রত্যয়” প্রকাশিত হয় ও প্রথম উপন্যাস “আমি অনুপম” ১৯৭৬ এ। এই বিশিস্ট সাহিত্যিকের প্রয়াণে লেখক শিল্পী প্রকাশক ও পাঠক মহলে গভীর শোকের ছায়া। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মতী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন।
চিরতরে চলে গেলেন নবনীতা দেব সেন
More from GeneralMore posts in General »
- Desun Hospital Observes World Cancer Day 2025 with Music Therapy and Awareness Initiatives…
- টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা হলো..।
- কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্ঘে সরস্বতী পুজো…।
- বিচারদানে মিডিয়েশনের গুরুত্ব বোঝাতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল….।
- TV9 বাংলার নিউজ সিরিজ ‘দিল্লি কা লাড্ডু’….।
- আগামীকাল রবিবার ঢাকুরিয়া লেক CRC-তে ভিন্টেজ কার র্যালি, পতাকা উড়িয়ে সূচনা করবেন মদন মিত্র….।
Be First to Comment