————-শুভ জন্মদিন মিঠুন চক্রবর্তী————
বাবলু ভট্টাচার্য: ঢাকা, ১৯৭৬ সালে মৃনাল সেন পরিচালিত ‘মৃগায়া’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে যাত্রা শুরু মিঠুনের। প্রথম ছবিতেই সেরা অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর মুম্বাইতে এসে বলিউড ডান্সার হেলেনের সহকারী হিসেবে কাজ করেন।
১৯৭৮ সালে তার অভিনীত ‘মেরা রকসক’ বেশ ব্যবসা সফলতা পায়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘সুরকসা’, ‘প্রেম বিবাহ’, ‘তারানা’ ছবিতে কাজ করেন। আশির দশকজুড়ে নিজের রাজত্ব বলিউডে কায়েম করেন মিঠুন। ওই বছর রেকর্ড সংখ্যক ছবিতে অভিনয় করেন তিনি। এর মধ্যে রয়েছে ‘ওয়ারদাত’, ‘হাম পাঁচ’, ‘উনিশ-বিশ’, ‘আদাত সে মজবুর’, ‘মুঝে ইনসাফ চাহিয়ে’, ‘ঘর এক মন্দির’, ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘পেয়ার কি মন্দির’, ‘জাল’, ‘ইলাকা’, ‘মুজরিম’সহ আরো অনেক ব্যবসা সফল ছবি।
১৯৮২ সালে ‘ডিসকো ড্যান্সার’ ছবিতে অভিনয় করে সবচেয়ে আলোচনায় আসেন মিঠুন। এদিকে নব্বই দশকেও ব্যস্ততম সময় বলিউডে পার করেন মিঠুন। ২০০০ সাল থেকে বাংলা ছবিতে মনোযোগী হন তিনি। ‘ফাটাকেস্ট’, ‘বারুদ’, ‘যুদ্ধ’ ‘তুলকালাম’ প্রভৃতি অ্যাকশন ছবিতে অভিনয় করে ব্যাপক সফলতা পান।
সম্প্রতি বলিউডে ‘গোলমাল’, ‘হাউসফুল’, ‘ওহ মাই গড’, ‘খিলাড়ি’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেন। ৪ বার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি অসংখ্য পুরস্কার পান মিঠুন।
মিঠুন চক্রবর্তী ১৯৫০ সালের আজকের দিনে (১৬ জুন) বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন।
Be First to Comment