
এদিন বিকেলে বাবুঘাট গঙ্গা থেকে কলসযাত্রার পর সন্ধ্যা ৬টায় অধিবাস শুরু হয়। এর পরে, বিধায়িকা চ্যাটার্জি একটি সুন্দর সজ্জিত মণ্ডপে ভগবান জগন্নাথ, মা সুভদ্রা, বলভদ্র এবং সুদর্শনের ঐশ্বরিক দর্শনের জন্য মণ্ডপ উদ্বোধন করেন। পর্ণশ্রী ছটা পার্ক এখন জগন্নাথময়। পণ্ডিত প্রদীপ কুমার মিশ্র, পণ্ডিত অরুণ মিশ্র, বাপি সতপতী, অশোক কুমার সতপতী, চন্দন রথ, মুনা মহাপাত্র পুরী থেকে বিশেষভাবে এসেছেন গীতা মহাযাঞ্জের জন্য। গীতা পাঠ করছেন অশোক সতপতী।
পূজার কাজে সহযোগিতা করছেন স্থানাধিপতি কৈলাশ পান্ডা এবং কর্ত্তা চিত্তরঞ্জন নায়ক ও সুজাতা নায়ক। এদিন শ্রী জগন্নাথ পূজা কমিটির সভাপতি সঞ্জয় কুমার নায়কের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদক প্রশান্ত কুমার সাহানি আনুষ্ঠানিক বক্তব্য রাখেন এবং এলাকায় শ্রী জগন্নাথ মন্দির নির্মাণে সহায়তা প্রদানের জন্য মাননীয় বিধায়িকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামীকাল ১১ এপ্রিল শুক্রবার সকাল ৮টায় শুরু হবে ভগবদ্গীতা পাঠ। সন্ধ্যা আরতির পর সন্ধ্যা ৭টায়অনুষ্ঠিত হবে নৃত্য অনুষ্ঠান। শনিবার সন্ধ্যা আরতির পর ভজন গায়ক সৌরভ ভরদ্বাজের ভজন পরিবেশিত হবে। রবিবার সকাল ৮টায় শুরু হবে গীতা পাঠ, দুপুর সাড়ে ১২টায় ভান্ডার প্রসাদ খাওয়া এবং সন্ধ্যা ৬টায় পূর্ণাহুতি। পুরো এলাকা এখন জগন্নাথ ময় হয়ে গেছে। এলাকাবাসী খুবই আনন্দিত বলে জানা গেল।
Be First to Comment