প্রবাহ
——
শম্পা দেবনাথ : ভাগলপুর।
নদী ভাবতে জানেনা, তাই সে চলতে পারে।
পাহাড় -মালভূমি- সমতল
একের পর এক এগিয়ে চলা।
সে বাধা পায়,
প্রতি বাঁকে সেও নতুন পরিস্থিতি পায়।
আবেগ না জানা নদী শুধু এগোতে থাকে।
এগোনোতেই তার উচ্ছাস।
সেই কতো যুগ আগে,
পাহাড়ের কোন গোপনে তার জন্ম,
সেখান থেকে খরস্রোতার ঝপাং লাফে
মালভূমি তারপরে সমতল।
ভেঙে চুরে নিজেকে নতুন রূপে গড়ে
যে কোনোভাবে সে এগিয়ে চলে।
Be First to Comment