Press "Enter" to skip to content

ভবাপাগলা মহাসম্মেলন ৪৯তম বর্ষে পদার্পন করলো….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি ; কলকাতা, ৩ নভেম্বর ২০২৪। ভবার হরবোলা মন্দির ট্রাস্টের পরিচালনায় ভবাপাগলা মহাসম্মেলন ৩৯ তম বর্ষ ও দীঘা মন্দিরে মা হরবোলার মহাপূজার ৪৬ তম বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বরানগরের মহামিলন মঠে। আগামীকাল পর্যন্ত মঠে হবে অনুষ্ঠান। এরপর আগামী ১৬ ই নভেম্বর দক্ষিণেশ্বর কালীবাড়ি। দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আগামী ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ নভেম্বর ও ১লা ডিসেম্বর | তারপর মানব ধর্মের শোভাযাত্রা ৫ই জানুয়ারি সকাল আটটায় স্বামীজীর বাসভবন থেকে আদ্যাপীঠ পর্যন্ত |তারপর দীঘার হরবলা মন্দিরে মহা পূজা হবে, আগামী ৮ই ও ৯ই এবং ২০ শে ফেব্রুয়ারি |এছাড়া অযোধ্যায় আগামী ২১-২২ ও ২৩ শে জানুয়ারি হবে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান |সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে আচার্য ডঃ গোপাল ক্ষেত্রী | তিনি জানান প্রতিবছরের মত বিভিন্ন জায়গায় ভবা পাগলার গান আলোচনা বাণী ও অন্যান্য বিষয়ের উপর আলোকপাত করে ধর্মপ্রাণ লোককে আরো ধর্মের দিকে এগিয়ে নেওয়ার বার্তা দেবে এই অনুষ্ঠানগুলো।

তথ্য ছবি সুবল সাহা।

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.