মন্দ মেয়ে (ছড়া)
****************
শম্পা দেবনাথ : ভাগলপুর।
ভালো মেয়ে আর না হয়ে
চল হই মন্দ মেয়ে!
কবে ছিলি পরজীবী?
কেন ত্যাগ মিথ্যে নিবি?
যদি হয় অসম্মান!
হয়ে যা ঝড় তুফান!
বুকে তোর আগুন জমা
করিস না আর যে ক্ষমা!
ওই আসে পিশাচ যতো,
পিষে ফেল কীটের মতো!
ভাঙ্গে যদি বুকের পাঁজর
ফিরিয়ে দে নখের আঁচড়!
ওরে আমার আগুন পাখি
বহু পথ চলা বাকি!
দাঁতে নখে বিষ জমিয়ে
যেতে হবে এ পথ দিয়ে!
শুধু কেন মন মোহিনী!
ওরে তুই যাজ্ঞসেনী!
হতে হয় যদি রানী,
হোস তুই ঝাঁসির রানী!
লড়েছিল সেও তো মেয়ে,
বুকেরই রক্ত দিয়ে!
ভেতরে দেখ রে চেয়ে
তুইও পারবি রে মেয়ে!
ভেঙে ফেল যত শিকল,
পৃথিবী যাক রসাতল!
কার এতো সাহস বুকে?
দেখি কে থামায় তোকে!
প্রলয়ের ডঙ্কা বাজে
ফুল ছেড়ে কাঁটার সাজে!
ওরে ও মা ভবানী!
ওরে ও চন্ডালিনী!
ওরে ও ভয়ংকরী,
ওরে ও বিনাশকারী!
মুঠো করে শক্তি যতো,
মুছে ফেল বিষাদ ক্ষত!
ওরে তুই নিজেই মশাল
হয়ে তোর নিজেরই ঢাল!
চল রে আলোর পথে,
তেজীয়ান সূর্য রথে!
Be First to Comment