নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৫ জুন ২০২৪। আগামী সোমবার ১৭ জুন ঈদুল আযহা কুরবানীর এই ঈদ আগের মতো শান্তিতে ও সুন্দরভাবে পালিত হোক তারই বার্তা দিলেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। শনিবার গভর্নর হাউজের তার অফিসে। তিনি বলেন বাংলার প্রায় হাজার বছর ধরে ঈদুল আযহা তথা পশু কুরবানীর এই হুকুম মুসলমানরা অবনত শিরে পালন করে আসছে। এ ধারায় আজও কোনরূপ ছেদ পড়েনি। এটি একটি পবিত্র পর্ব ভিন্ন ধর্মের মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য স্বার্থ সম্পদ ও আত্মত্যাগের মহিমাই কুরবানী। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মসজিদের সম্মানীয় ইমাম ঈদের নামাজের ইমাম জমিয়তে উলামায়ে হিন্দু সংগঠন , ইসলামী হিন্দু সংগঠন এবং সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী দিনে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সকলের কাছে আবেদন করেন কুরবানী পালন যাতে সুস্থভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছেন।
ছবি সুবল সাহা।
Be First to Comment