নিউজ স্টারডম: কলকাতা,২১ জুলাই, ২০২৩। প্রেস ক্লাব কলকাতার ৭৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী শনিবার ২২শে জুলাই ২০২৩, সকাল ১১টায় মোহন বাগান মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রাক্তন ভারতীয় ফুটবলার একাদশ খেলবে প্রেস ক্লাব কলকাতার সঙ্গে । এই ম্যাচে গৌতম সরকারের নেতৃত্বে প্রাক্তন ফুটবলারদের মধ্যে শ্যাম থাপা, উল্গানাথন, বিদেশ বোস, মানস ভট্টাচার্য, সত্যজিৎ চ্যাটার্জি, কৃষ্ণেন্দু রায়, আলোক দাস, আমিত ভদ্র, সুমিত মুখার্জি, দিপেন্দু বিশ্বাস, দেবজিত ঘোষ, প্রশান্ত চক্রবর্তী, কবীর বোস, প্রমুখ প্রখ্যাত ফুটবলাররা অংশ নেবেন বলে জানা গেছে। সাংবাদিকদের এই সংবাদ জানালেন প্রেস ক্লাব কলকাতা’র সম্পাদক কিংশুক প্রামানিক।
প্রেস ক্লাব এর আয়োজনে মোহন বাগান মাঠে প্রীতি ফুটবল ম্যাচ….।
More from SportMore posts in Sport »
- কৃষ্ণপুরে ঝুলন মহোৎসব ও অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল….।
- আনোয়ারকে লাল হলুদ জার্সি তুলে দিলেন লিয়েন্ডার পেজ শিখা দেব…।
- পল্টু দাস এর ৮৫ তম জন্মদিবস উপলক্ষে ক্রীড়া দিবস উদযাপন করলো ইস্টবেঙ্গল ক্লাব…।
- জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে পঞ্চম পর্বের ‘হাউজএট সিক্স’….।
- Hero MotoCorp and FIH Embark on Global Partnership…..
- Mysore Warriors Kick Off Training Session By Seeking Blessings At Chamundeshwari Temple….
Be First to Comment