বাংলাদেশের পরাজয় এবং লিটন দাসের সেঞ্চুরি
বাবলু ভট্টাচার্য : ঢাকা, বাংলাদেশের হার আগের দিনই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল৷ তবে তার আগে লিটন উপহার দিলেন ব্যাটিং মাস্টারক্লাস৷ মাঠ আর টিভির পর্দার সামনে সবাইকে বিনোদনে দারুণ মোহিত করলেন লিটন দাস৷
নান্দনিকতা ও নিয়ন্ত্রণ, কতৃত্ব আর কাব্যিক শটের মহড়া- সবকিছুই ফুটে উঠল একটি ইনিংসে৷ দল বড় হারের পথে৷ ম্যাচ তিন দিনেই খতম হওয়ার দিকে৷ প্রতিপক্ষের পেস আক্রমণের একের পর এক থাবা৷ সবকিছু একদিকে, লিটন কুমার দাস যেন ভিন্ন এক ভুবনে ৷
ম্যাচে নিউজিল্যান্ডের জয় ইনিংস ও ১১৭ রানে৷ প্রথম টেস্ট হারের ধাক্কা সামলে বিশাল জয়ে সিরিজ ড্র করতে পারল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নেরা৷ নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের অভাবনীয় প্রাপ্তিকে সিরিজ জয়ের উচ্চতায় নিতে পারল না বাংলাদেশ৷ তবে এই সফরের আগে ধুঁকতে থাকা দলের জন্য সিরিজ ড্র করতে পারাও বড় অর্জন৷
বাংলাদেশের শেষের প্রাপ্তি লিটনের সেঞ্চুরি৷ দুর্দান্ত সব ড্রাইভ, কাট আর পুল শটের মিশেলে ১১৪ বলে ১০২ রানের ইনিংস৷ ক্যারিয়ারের প্রথম ২৫ টেস্টে সেঞ্চুরি ছিল না তার৷ এখন চার টেস্টের মধ্যে করে ফেললেন দুটি সেঞ্চুরি৷
আঙুলে কয়েক দফায় আঘাত সয়ে, টেপ পেঁচিয়ে, ব্যাথানাশক স্প্রে নিয়ে শতরান পূরণ করেন তিনি ১০৬ বলে৷ মাঠে থাকা সমর্থকেরা তুমুল উল্লাসে অভিনন্দন জানান তাকে৷ সেঞ্চুরির পরপরই আউট হয়ে যান তিনি জেমিসনের ভেতরে ঢোকা বলে৷ দ্বিতীয় নতুন বলের আগেই শেষ হয় বাংলাদেশের ইনিংস৷
স্কোর: নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫২১/৬ (ডি.) এবং বাংলাদেশ ১ম ইনিংস: ১২৬
Be First to Comment