** প্রদীপের সঙ্গে আলাপ = প্রলাপ **
((মতান্তরে আত্মপ্রচার, আনসেনসর্ড, ননক্ল্যাসি, আনসোফেস্টিকেটেড, কুম্ভীলকবৃত্তিকৃত, ফাজলামি, লোকদেখানো ছাইত্য, ন্যাকা, রাজনৈতিক, আদেখলেমী, ফালতু, বোকা-বোকা…নানা রুচির মানুষের অন্তস্থ সংস্কৃতি প্রকাশের বিশেষণে বিভূষিত))
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° কঠোরভাবে অপ্রাপ্তবয়স্ক এবং ডাঁশা, কচি এবং কাঁচাদের মস্তিষ্ক-চর্বন হেতু পি সি সরকারবাইড ® দিয়ে পাকাবার উদ্দেশ্যে রচিত।
|লাগাতার বিরক্তিকর বিরবিরানির পর্ব নং – ০৯৩|
**********Direct from the desk of**********
\\মঞ্চ-মায়াবী, জাদুশিল্পী পি সি সরকার জুনিয়র//
[Dr. Prodip Chandra SORCAR, M. Sc., Ph.D.]
“Don’t poo poo the GRU !!!
কলকাতা, ৩১ ডিসেম্বর, ২০২১। অনেকদিন আগেকার কথা। তখন সবে সবে কলেজে উঠেছি। সুতরাং কলজের ধড়ফরানি আর পেছনের অঙ্কুরিত, ল্যাজগজানি, দুই-ই প্রশ্রয় পেয়ে হচ্ছিলো ক্রমবর্ধমান। আমি বরাবরই লাজুক আর মুখচোরা। মেয়েদের চোখে চোখ রেখে কথা বলতে, কেন জানিনা, ভয় পেতাম। কিন্তু , ..”মন চায়, চক্ষু না চায়.. ” কারণ, সে চক্ষু যে মনকে ‘নাচায়’। একবার তেমনই একজন সুন্দরীকে দেখার সময় একদম তাঁর হাতেনাতে ধরা পড়ে যাই। আমার চোখের সঙ্গে তাঁর চোখাচোখি হতেই তিনি আপনমনে ফিক্ করে হেসে ফেলেছিলেন। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে যাই। কেউ জানলোই না, কত্তো বড়ো একটা সম্ভাবনাময় প্রেম-কাহিনী, হৃদয়ের টোপ গিলেও, যেন বড়শি ছিড়ে হারিয়ে গেলো ।
তাতে কোনও মহাভারত অশুদ্ধ হয়নি। আমার চোখে কোনও প্রস্তাব বা আক্ষেপ ছিল না। ছিল শুধু অনুসন্ধিৎসা আর ফাঁপা নিরীক্ষণ, যা আর কেউ জানতেও পারেনি। শুধু ধরা পড়ে গেছি, তাঁর কাছে !! কি লজ্জা, কি লজ্জা। আর তাকাতেই পারিনি ওঁনার দিকে। ভয়ে। যদি আবার ফিক্ করে হেসে ফেলেন।
এই সমস্যাটা আমাদের ক্লাসের আর কারো ছিলো কিনা জানিনা, তবে আমারটা ছিল গভীর শিকড়াবদ্ধ। নোনা ধরা সংস্কৃতির দেওয়ালকে আগলে, আকড়ে থাকা বটগাছের শেকড়ের মতো বেপরোয়া, প্রকট, দৃশ্যমান।
ক্লাসের প্রেমাভিজ্ঞ, এবং টপাটপ মেয়ে পটান্যেক্সপার্ট বন্ধু, অঞ্জন চ্যাটার্জী, আমায় খুব পছন্দ করতো। ও সকাল-বিকেল জামা বদলাবার মতোই ‘মেহবুবা’ পাল্টায়। অবাক হলে বলে, আমি কাউকে পাল্টাই না, ওরা আমাদের পাল্টায়। চানাচুরের দোকানে গিয়ে এটা-ওটা-সেটার স্যাম্পলের মতো টেস্ট করে পছন্দ করে। আমিও তাই।”
বলেছিলো, “তোর মধ্যে সম্ভাবনা আছে। ফ্রেশ্, টাটকা আছিস। তোকে নিয়ে ওরা এক্সপেরিন্ট করতে টানা-হ্যাচড়া করবে। বোকা-সোকা আছিস।ওটাই কোয়ালিফিকেশন। আদর্শ ছেলে। তোকে আমি লড়তে, সব শিখিয়ে দেবো। গাইড করবো, হাতে-কলমে। ”
ব্যাটাচ্ছেলে দেখায়ওনি, শেখানো তো দূরের কথা।
জয়শ্রীকে ওই কম বয়সেই প্যারামবুলেটার থেকে ছোঁ মেরে তুলে নিয়েছি নিজের মুরোদেই। আমাদের পূর্ব-রাগ পর্বের গতি-প্রকৃতি দেখে অঞ্জন বিরক্ত হয়ে ছিলো। দুশ্চিন্তায় থাকতো। বলেছিলো, ” যা জট পাকাচ্ছিস, দেখবি ফেঁসে গেছিস। ”
আমার বিয়ের কার্ডটা হাতে নিয়েই বলেছিলো, ” আমি অ-নে-ক আগেই বলেছিলাম, তুই ফেঁসে যাবি। ”
***********************
ঘটনাগুলো জয়শ্রী কে বলতেই বলে, ” যথেষ্ট বানিয়ে বানিয়ে গল্প করে হিরো হবার চেষ্টা করেছো। তোমার মুরোদ আমি জানি। এসব গল্পো তোমার মুখ-রক্ষক , ফেস বুকে লিখো। আমার কাছে খাপ খুলতে এসো না। সুন্দরী মেয়ে দেখলেই তুমি নেতিয়ে গলে যাও। সবাই সেটা জানে। কেউ আর তোমার ওই ‘ফিক্’-করে হাসাটা আর হাসবে না । ‘হো- হো’ করে হাসবে।
—- একজন হাসবে না।
—-কে সে?
—-তুমি।
জয়শ্রীর মুখে সেই ফিক্ করে হাসিটা দেখে আমি চিন্তায় আছি।
**** ***** ***** *** ***** উপসংহার:-
“DON’T POO POO THE GRU !”
If you do,
It will bite you.
and…will chomp and chew,
And then, It will swallow you !!
****
But if you don’t !!??
Don’t think it won’t !!
Be First to Comment