গোপাল দেবনাথ : কলকাতা, ৯ অক্টোবর, ২০২১। লেকটাউন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল গতকাল ৮ অক্টোবর।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজোর সভাপতি তথা রাজ্যের মন্ত্রী এবং বিধাননগরের বিধায়ক শ্রী সুজিত বোস, বিধাননগর পৌরনিগমের প্রশাসনিক মন্ডলীর প্রধান শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী, বিধান নগর পুলিশের নগরপাল শ্রী সুপ্রতিম সরকার (ইপিস), অভিনেতা ও সাংসদ দেব, গায়ক নচিকেতা চক্রবর্তী,
গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায় সহ বহু মানুষ। তৃতীয়ার সন্ধ্যায় নজরকাড়া ভিড় সকলেই এক ঝলক দেখতে চাইছেন বুর্জ খলিফার আদলে তৈরি মণ্ডপ।
করোনা অতিমারী সরকারি বিধি নিষেধ অনুযায়ী দর্শকদের মণ্ডপের ভিতর প্রবেশ নিষেধ। তবে দূর থেকে দেখতে কোনো আপত্তি নেই।
এত উঁচু মণ্ডপ বহু দূর থেকে এমনিতেই দেখা যাচ্ছে। অসাধারণ দুর্গা মায়ের মূর্তি ভক্তদের ভালো লাগবে।
তথ্য সহায়তা ও ছবি : দেবোপম সরকার।
Be First to Comment