Press "Enter" to skip to content

আমার শহর কোলকাতা, সবার জন্য কোলপাতা……..।

Spread the love

////////[[প্রদীপের সঙ্গে আলাপ=প্রলাপ]]\\\\\\

((((((({(((((((((((((( পর্ব=০৭৫ )))))))))))))))))))))
*জাদু-শিল্পী, মঞ্চ-মায়াবী পি সি সরকার জুনিয়র*
={Dr.Prodip Chandra Sorcar, M. Sc., Ph. D.}=
____________________________________________
ওঁ
” আব্রহ্মস্তম্ব পর্যন্তং তৃপ্যতু ”
—————————————–

আমার শহর কোলকাতা,
সবার জন্য কোলপাতা,

ওকে সাজাবো, মন মাতাবো সুযোগ পেলেই।
রোগ তাড়াবো, সেরা বানাবো সময় হলেই।

রামধনুর ওই ব্র্যাকেট দিয়ে রাখবো ঢেকে,              বিদায় করে, অপয়া-আপদ গুলোকে ছেঁকে।

ম্যাজিক নিয়ে বুক চিতিয়ে তৈরি আমি।
এক নিমেষে ‘ভ্যানিশ’, আমি করতে জানি।

সনাতনি ধর্ম আমার, বুক চেতানো গর্ব।
‘মায়ার জগত’ সেটাই হলো, আমার গায়ের বর্ম!

‘ইলাবৃত-বর্ষ’ , আমার ‘মা’ বলেই মানি।
শয়তানেরা করেছে সে’ মা-এর অঙ্গহানি!!

যেভাবেই হোক, রক্ষা আমি করবো তোমায় মা-গো,
অবুঝ-বোকা-আত্মঘাতী, এবার তোমরা ভাগো।


Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.