Press "Enter" to skip to content

আগামীকাল থেকে রাজ্যে কার্যত লকডাউন এর কারণে মদের দোকানে লম্বা লাইন…….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা : ১৫ মে ২০২১। গতবছর করোনা অতিমারীর কারণে দীর্ঘদিন চলা লকডাউন এর কথা সকলেরই স্মরণে আছে। আবার শুরু হয়েছে করোনা অতিমারী পার্ট- ২। এ যেন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা সেই সাথে মৃত্যুসংখ্যাও অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে। হাসপাতাল নার্সিংহোমে বেডের হাহাকার সেই সাথে অক্সিজেনের হাহাকার। অক্সিজেনের অভাবে দেশের বহু জায়গায় বহু মানুষের মৃত্যু হয়েছে। জনসংখ্যা অনুযায়ী অল্প মাত্রায় টিকাকরণ হয়েছে। সকলের টিকাকরণ কবে শেষ হবে কেউ জানেনা! রাজ্যের নির্বাচন পর্ব মিটে গেছে সেই সাথে পবিত্র ঈদপর্ব ও ভালোভাবে সম্পন্ন হয়েছে।

গত দুমাসে রাজ্যে আক্রান্তের সংখ্যাও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে রাজ্যে কার্যত লকডাউন শুরু হতে চলেছে। আপাতত চলবে ৩১শে মে পর্যন্ত। এত কিছুর মাঝে আরেকটি মজার বিষয় দেখা গেল গতবছর প্রধানমন্ত্রী র লকডাউন ঘোষণার পরে সুরাপ্রেমীরা তাদের প্রিয় পানীয় কেনার সুযোগ পাননি কিন্তু এই বছর এই সুযোগ হাতছাড়া করতে কেউ রাজি নন বলে জানাগেল। সুরাপ্রেমীরা দৈনন্দিন খাবার খাওয়ার চেয়েও সুরা পানে বেশি বিশ্বাস করেন। খাওয়ার দোকানের চেয়ে বেশি ভিড় নজরে পড়ল কলকাতার মানিকতলা অঞ্চল সহ রাজ্যের নানান মদের দোকানে। সেখানে অবশ্য দূরত্ব বিধির বালাই ছিল না বলে প্রত্যক্ষদর্শীরা জানালেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *