- বুদ্ধদেব গুহ করোনাভাইরাসে আক্রান্ত
বাবলু ভট্টাচার্য : করোনায় আক্রান্ত সাহিত্যিক ও সংগীতশিল্পী বুদ্ধদেব গুহ। ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’-র মতো উপন্যাসের লেখক তিনি। এখন তাঁর বয়স ৮৬।
গত ৩-৪ দিন ধরে নিউমোনিয়ার মতো হয়েছে তাঁর। বুকে সর্দি বসে গিয়েছে। সঙ্গে কাশি। তবে স্বাদ-গন্ধহীন হয়ে পড়েননি এখনও। একই সঙ্গে দৃষ্টিশক্তির সমস্যায়ও জর্জরিত তিনি।
Be First to Comment