Press "Enter" to skip to content

(title)

Spread the love

জয়দেব দেবনাথ : কলকাতা, ১০, অক্টোবর, ২০২০। হাজার হাজার বছর ধরে রাজ রাজাদের আমল থেকে চলে আসছে পুরস্কার প্রদান অনুষ্ঠান। আবার খারাপ কাজ করলে তিরস্কার এর প্রচলনও ছিল। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারও বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার দিয়ে থাকে। গত সাত মাস ধরে বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে সেই সাথে বহু অকাল মৃত্যু হয়েছে। মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে কোনো সংস্থার পক্ষেই কোন রকম আনন্দানুষ্ঠানের আয়োজন করা সম্ভবপর হয়নি। যতটুকু পুরস্কার বিতরিণী অনুষ্ঠান হয়েছে সবটাই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। এই আনলক-৪ এর সময়ে সাধারণ মানুষ সরকারি বিধি নিষেধ মেনে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মিলিত হচ্ছেন। গত ৯ অক্টোবর বাংলা শিল্পী সাহিত্যিক সমাজ কর্মী সাংবাদিক সমন্বয় সমিতির উদ্যোগে আম্বেদকর কালচারাল কলেজ ও জলঙ্গী সাহিত্য পত্রিকার সহযোগিতায় কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্রের সেরা কৌতুক অভিনেতা এবং বিশ্ববরেণ্য সাংবাদিক ও বিশিষ্ট সাহিত্যিকের জন্মশতবর্ষ -কে স্মরণীয় করে রাখতে গুণীজনদের জীবন প্রতিভার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে বাংলার কৃতি, জ্ঞানী, বিশিষ্ট সাংবাদিক, কলাকুশলী, প্রকৃত গুণী মানুষদের সন্তোষ কুমার ঘোষ ও ভানু বন্দোপাধ্যায় স্মৃতি স্মারক সন্মান – ২০২০ প্রদান উৎসব আয়োজিত হলো কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে। এই উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী অধ্যাপিকা শ্রীমতি শর্মিষ্ঠা বোস। ঐ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বেদকর কালচারাল কলেজের সম্পাদক দিলীপ বিশ্বাস, জলঙ্গী সাহিত্য পত্রিকার সম্পাদিকা  চিন্ময়ী বিশ্বাস, কার্যকারী সভাপতি মিলন বসু, ডাঃ নীলকমল বর্মন, ভবাপাগলা মহা সন্মেলনের প্রতিষ্ঠাতা আচার্য ডঃ গোপাল ক্ষেত্ৰী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রকাশ মল্লিক, অভিনেতা ধীরু বন্দোপাধ্যায়, বিদ্যাসাগর চর্চা কেন্দ্রের সম্পাদক রামেশ্বর বন্দোপাধ্যায়, আইনজীবী ও সংস্থার সম্পাদক প্রদীপ বড়াল, অভিনেতা বিদীপ লাহিড়ী ও সুশান্ত প্রসন্ন টিকাদার। এই শ্রদ্ধার্ঘ প্রদান অনুষ্ঠানে শতবর্ষ আলোকে মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন জয়ী অভিনেতা ভানু বন্দোপাধ্যায় এবং সাংবাদিকতা ও সাহিত্যের সৃষ্টিতে সন্তোষ কুমার ঘোষ এর জীবনের নানান অজানা দিক তুলে ধরে সকলের দৃষ্টি আকর্ষণ করেন দিলীপ বিশ্বাস, চিন্ময়ী বিশ্বাস এবং ধীরু বন্দোপাধ্যায়। এই অনুষ্ঠানেই সম্পাদক প্রদীপ বড়াল এবং সভাপতি দিলীপ বিশ্বাস বলেন, ভারতীয় সংস্কৃতি আন্দোলনে যে সকল বিশিষ্ট গুণীজন দেশের হয়ে কাজ করে গেছেন সেই সকল মানুষের জীবন আদর্শ ত্যাগ সকলের সামনে তুলে ধরে সাধারণ মানুষের মনে দাগ কাটানো আমাদের কাজ বলেই মনে করি। ঐ সন্মান প্রদান অনুষ্ঠানে সন্তোষ কুমার ঘোষ স্মৃতি স্মারক সন্মান -২০২০ তুলে দেওয়া হলো বিশিষ্ট প্রবীণ সাংবাদিক এবং নিউজ স্টারডম অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাতা ও মুখ্য সম্পাদক গোপাল দেবনাথ, দিলীপ বিশ্বাস, লেখক ও সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ, ডঃ গোপাল ক্ষেত্ৰী, শ্যামলেন্দু দাশ, উমেশ রায় এবং সঞ্জীব চক্রবর্তী। ভানু বন্দোপাধ্যায় স্মৃতি স্মারক সন্মান পেলেন মিলন বসু, পিঙ্কি বিশ্বাস, চিন্ময়ী বিশ্বাস, ধীরু বন্দোপাধ্যায়, বিজয় শেঠ, অভিনেতা ও পরিচালক দেবরাজ ব্যানার্জী, তাপস রাহা, সুরেন্দ্রনাথ সিং, হিন্দোল মিত্র, মুনমুন বিশ্বাস, সমীর বন্দোপাধ্যায়, কৃষ্ণবন্ধু ধর, মিতা বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কবিতা গান, কথায় এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রয়াত ভানু বন্দোপাধ্যায় ও সন্তোষ কুমার ঘোষ এর প্রতি পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন কৃষ্ণবন্ধু ধর, লীলাবতী বিশ্বাস, দুর্গা পাল, কনক ভৌমিক, কেকা আইচ সহ অন্যান্য শিল্পীবৃন্দ। এই অনুষ্ঠান কেবলমাত্র সন্মান জানানোর মধ্যে সীমাবদ্ধ ছিলো না। আর মাত্র কয়েকদিন পরেই আমাদের সকলের প্রিয় দুর্গোৎসব। করোনা মহামারীর পরে গরিব মানুষ আরো গরিব হয়ে গেছে। তাদের কাছে নতুন পোশাক কেনা মানে বিলাসিতা ছাড়া আর কিছু নয়, এই সব দুঃস্থ মানুষের কথা ভেবে সংস্থার পক্ষ থেকে ছোট কোলের শিশু থেকে বয়স্ক মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন চিন্ময়ী বিশ্বাস, দিলীপ বিশ্বাস এবং প্রদীপ বড়াল। সব ধরনের সুরক্ষা বিধি মেনে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আয়োজকরা অবশ্যই ধন্যবাদ পাবেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.