গোপাল দেবনাথ : কলকাতা, ২৬ জানুয়ারি ২০২২।
৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালিত হোলো বিধান শিশু উদ্যানে। এই অনুষ্ঠান প্রসঙ্গে বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার বলেন, আজ ২৬ জানুয়ারি বিকেলে সমস্ত করোনা বিধি মেনে প্রজাতন্ত্র দিবস পালন করলো আমাদের সকলের প্রিয় বিধান শিশু উদ্যান। আমাদের উদ্যানের কলাকেন্দ্র বিভাগের সভ্য সভ্যারা নাচ, গান, আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে পালন করলো প্রজাতন্ত্র দিবস। অন্যান্য বছরে সদস্য সদস্যা বহু পরিমানে উপস্থিত থাকে এই প্রজাতন্ত্র দিবসে।
এই বছর করোনা অতিমারী বিধিনিষেধ মান্য করে আমরা অনুষ্ঠানের আয়োজন করে ছিলাম।
দীর্ঘদিন পরে খোলা মাঠে উপস্থিত হতে পেরে বাচ্চারা স্বাভাবিকভাবেই আনন্দিত। উপস্থিত সকলকে আমাদের উদ্যানের তরফ থেকে স্যানিটাইজারের বোতল উপহার হিসেবে দেওয়া হয়েছে।
Be First to Comment