অ নু বা দ দি ব স
বাবলু ভট্টাচার্য : আজ ৩০ সেপ্টেম্বর আন্তর্জাতিক অনুবাদ দিবস৷ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ট্রান্সলেটর-এর উদ্যোগে ১৯৯১ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয় আসছে৷ ধর্মযাজক এবং ইতিহাসবিদ Saint Jerome হিব্রু বাইবেল (Old Testament) অনুবাদ করেন লাতিন ভাষায়৷ ৩৯০ সালে অনুবাদের কাজ শুরু করেন, অনুবাদ শেষ হয় ৪০৫ সালে৷
৪২০ সালের ৩০ সেপ্টেম্বর Saint Jerome-এর মৃত্যু হয়৷ তাঁর সম্মানার্থে এই দিনটি আন্তর্জাতিক অনুবাদ দিবস হিসেবে পালিত হয়৷
Be First to Comment