অশোক দে – শেষ হল ৩০তম সোনারপুর বইমেলা। মেলার এবারের থিম ছিল উত্তর দিনাজপুর। এই জেলার মুখানাচ অনুষ্ঠিত হলেও কিন্তু কবিতা পাঠের আসরটি করা হয়ে উঠলো না পরিবহন অনিয়মিত হওয়ার কারণে। মূল মঞ্চ আর মুক্ত মঞ্চ উৎসর্গ করা হয়েছিল রুমা গুহঠাকুরতা ও নবনীতা দেবসেন-র নামে। মূল মঞ্চ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক তপন বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, সুধাংশুশেখর দে,আবির হোসেন,সত্যব্রত পাল প্রমুখ গুণী ব্যক্তি। কবিতা পাঠে ছিলেন রাজীব চক্রবর্তী,ওয়াজেদ আলি,নিখিল মন্ডল,সামসুল আলম,প্রবীররঞ্জন মন্ডল,নিবিড় সাহা,অণিমা মুখোপাধ্যায়, নিরঞ্জন মন্ডল,তাপস পাল,বরুণচক্রবর্তী,সুমনদিন্দা,সৌগত প্রধান,টোটন দাস,সলিল চক্রবর্তী,অশোক দে ও আরো অনেকে। শ্রুতিনাটকে ছিলেন কাকলি দেবনাথ ও প্রীতম মজুমদার, কবিতার গান ও অন্যান্য গানে ছিলেন পুষ্পাঙ্কবন্দোপাধ্যায়, মণিদীপা চক্রবর্তী। নাচে গানে মন ভরিয়েছে জিনিয়া গায়েন, দীপাংশু দলুই, দীপান্বিতা রায়-এর মতো শিশুশিল্পীরাও।
৩০ তম সোনারপুর বইমেলা
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment