Press "Enter" to skip to content

২৮ ডিসেম্বর ১৯২১ কলকাতায় ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উদ্বোধন করেন প্রিন্স অফ ওয়েলস্……….।

Spread the love

সুদিন চট্টোপাধ্যায় : ২৯, ডিসেম্বর, ২০২১। ২৮ ডিসেম্বর ১৯২১ কলকাতায় ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উদ্বোধন হয়। লর্ড কার্জনের সুপারিশ ও পরামর্শে ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের উদ্যোগে মহারাণী ভিক্টোরিয়ার স্মৃতিতে সৌধটি নির্মিত হয়। উদ্বোধন করেন প্রিন্স অফ ওয়েলস্। পরবর্তীকালে তিনিই অষ্টম এডোয়ার্ড নামে ইংলন্ডের সিংহাসনে বসেন। একদিকে দিগন্তবিস্তারী খোলা ময়দান ও অন্যদিকে হুগলি নদীর মাঝামাঝি ৬০ একর জমিতে গাছগাছালি ও সাজানোগোছানো ফুলবাগানের মধ্যে মহারাণীর এই স্মৃতিসৌধ। বিখ্যাত স্থপতি উইলিয়াম এমার্সন ভারতীয়, পাশ্চাত্ত্য, মুঘল এবং ভেনেশীয় স্থাপত্যকলার মিশ্রণে সৌধটির নকশা তৈরি করেন। আদলটি দেখলে মনে হয় যেন ছোট মাপের একটি তাজমহল। এর সম্পূর্ণটি নির্মিত হয় দামী মারকানা মার্বেল পাথরে। নির্মাণের সময় লাগে ১৪/১৫ বছর (১৯০৬ থেকে ১৯২১)
ভিক্টোরিয়া বর্তমানে কেন্দ্রীয সরকারের অধীনে একটি প্রদর্শশালা, এখানে ৩০,০০০ মতো দুর্লভ চিত্রসামগ্রী, ভাস্কর্য, বই, পুঁথিপত্র , পুরাবস্তু ও অস্ত্রশস্ত্র প্রদর্শিত হয়।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *