গোপাল দেবনাথ : কলকাতা, ১৬ ডিসেম্বর, ২০২৪। এস বি আই, এস সি, এস টি এবং ও বি সি এমপ্লয়িজস কাউন্সিল কলকাতা সার্কেলের পক্ষ থেকে ১৪ই ডিসেম্বর মহাজাতি সদনে তাদের ২১তম বর্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এই সংগঠনের কলকাতার শাখার অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেরও শাখার মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই অনুষ্ঠানে আগামীতে এস বি আই ব্যাংকিং পরিষেবা আরো উন্নততর করতে ও তাদের সংগঠনের সদস্যরা যাতে আগামী দিনে কর্মক্ষেত্র থেকে বিবিধ ও সুযোগ সুবিধার সাথে ব্যাংকের গ্রাহকদের আরো উন্নততরো পরিষেবা দিতে পারে সেই পথেই অগ্রসর হবার লক্ষ্যে এগিয়ে থাকবে এই সংগঠনে এমনটাই জানানো হয় এই দিনের বার্ষিক সাধারণ সভায়। উক্ত আলোচনা সভায় বিশিষ্ট অতিথি রুপে দেখতে পাওয়া গেল সাংসদ প্রতিমা মন্ডলকে। এছাড়াও উপস্থিত ছিলেন এস বি আই এস সি, এস টি এবং ও বি সি এমপ্লয়িজস কাউন্সিলর কলকাতা সার্কেলের মুখ্য জেনারেল ম্যানেজার সত্যেন্দ্র সিং , সংগঠনের ন্যাশনাল প্রেসিডেন্ট প্রমোদ ইন্দল , এই সংগঠনের কলকাতার সার্কেলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস ,জেনারেল সেক্রেটারী বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্যরা।
২১তম এস বি আই / এস সি/ এস টি এবং ও বি সি এমপ্লয়িজস কাউন্সিলের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হলো…।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment