শিশু দিবস উপলক্ষে :::—
গোপাল দেবনাথ : কলকাতা, ১৪ নভেম্বর ২০২১। দুই নম্বর হাটগাছিয়া ময়দানে লায়নস ক্লাব কলকাতা আর্ট এন্ড কালচারাল এর উদ্যোগে ও ২নং হাটগাছিয়ার সহযোগিতায় আজ প্রয়াত প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে প্রায় ২০০ শিশুর মধ্যে কেক, বিস্কুট ও লজেন্স দেওয়া হয়। এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন লায়নস আর্ট এন্ড কালচারালের সভাপতি অনুপ কুমার বর্ধন, প্রশাসক রাম অবতার গুপ্তা, ডিস্ট্রিকের বিশ্বজিৎ ঘোষ, মেম্বার চেয়ারম্যান সঞ্জয় তাওয়ার,
মৌসুমী বর্ধন, ৯৮নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও প্রশাসক স্বপন সমাদ্দার ও ৫৮নং ওয়ার্ডের ব্লক সভাপতি সুভাষ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সামান্য উপহারেই খুশি সব শিশুরা। আর এখানেই শিশু দিবসের সার্থকতা।
Be First to Comment