Press "Enter" to skip to content

১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবরোকে ভারত সরকার সম্মানিত করে ‘পদ্মভূষণ’ সম্মান দিয়ে…..।

Spread the love

জন্মদিনে স্মরণঃ রি চা র্ড অ্যা টে ন ব রো

বাবলু ভট্টাচার্য : চলচ্চিত্র যার কাছে কেবলমাত্র গ্রাসাচ্ছাদনের উপায় ছিল না, ছিল ধর্ম, ছিল নিঃশ্বাস-প্রশ্বাস নেওয়ার একমাত্র অবলম্বন, সেই মানুষটির সামনে বিশ্ব নতজানু হয়েছে পুরস্কারের ঝুলি নিয়ে। ১৯৮৩ সালে রিচার্ড অ্যাটেনবরোকে ভারত সম্মানিত করে ‘পদ্মভূষণ’ সম্মান দিয়ে।

১৯৬২ সালে গান্ধীর জীবনী পড়ার পর থেকেই অদম্য কৌতূহল গড়ে ওঠে মানুষটিকে ঘিরে। এরপর তো কেবল অনুসন্ধান। সেই পরশপাথরটিকে খুঁজে ফেরা। দীর্ঘ ২০ বছরের অনলস সাধনার ফল অ্যাটেনবরোর ‘গান্ধী’। ‘দ্য টাইমস অফ লন্ডন’ ১৯৯৩ সালে ছবিটি সম্পর্কে বলেছিল, ‘গান্ধী’ ছবির আগে আর কোনও ব্রিটিশ ফিল্ম এতোগুলি অস্কার ও আন্তর্জাতিক বাজারে সাফল্য পায়নি।

বাকি ছবিগুলি! ‘ইয়ং উইনস্টন’, ‘আ ব্রিজ টু ফার’, ‘ম্যাজিক’, ‘আ কোরাস লাইন’, ‘ক্রাই ফ্রিডম’, ‘চ্যাপলিন’, ‘শ্যাডোল্যান্ডস’ – কালের অতলে যদি তলিয়েও যায়, তলিয়ে যাবে না ‘গান্ধী’। তার কট্টর সমালোচকরা অন্তত তাই বলেছেন।

আর বেন কিংসলে! তাঁর কথায়— ‘তোমার কথা খুব মনে পড়বে। ছবির মুখ্য চরিত্রে নির্বাচনের সময় আমার উপর যেভাবে আস্থা রেখেছিলেন রিচার্ড অ্যাটেনবরো, তা ভাবলে অবাক হতে হয়। এটা আমার কাছে একইসঙ্গে আনন্দ ও গর্বের।’

ডেভিড ক্যামেরনের ট্যুইট— ‘ব্রাইটন রক’ ছবিতে অ্যাটেনবরোর অভিনয় এককথায় দুর্দান্ত। হতবাক হয়ে গিয়েছি ‘গান্ধী’ ছবিতে তাঁর পরিচালনার মুন্সিয়ানায়। মহান পরিচালক।

ভূমিপুত্রকে ১৯৭৬ সালে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে ব্রিটেন। ১৯৯৩ সালে রিচার্ড অ্যাটেনবরো পান ‘লর্ড’ সম্মান। নিজেকে কোনদিন ‘পাইরোটেকনিক্যাল’ পরিচালক বলেননি অ্যাটেনবরো। তিনি কৌশলী ছিলেন না। সহজে কার্যসিদ্ধি, না তাঁর দ্বারা এটা কখনও সম্ভব হয়নি। অভিনয় যদি দর্শকের মন ছুঁয়ে না যায়, তাহলে তা গ্রহণযোগ্য নয় বলেই মনে করতেন তিনি।

‘জুরাসিক পার্ক’, ‘দ্য গ্রেট এসকেপ’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’- ছবিগুলোতে তিনি অভিনয় করেছেন।

২৫ আগস্ট ২০১৪ সালে ৯০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

রিচার্ড অ্যাটেনবরো ১৯২৩ সালের আজকের দিনে (২৯ আগস্ট) কেমব্রিজে জন্মগ্রহণ করেন।

More from CinemaMore posts in Cinema »
More from EntertainmentMore posts in Entertainment »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.