সুদীপা চৌধুরী: মেদিনীপুর, ২১ অক্টোবর, ২০২৫। স্বাধীনতার এক গর্বিত এবং বিস্মৃত অধ্যায় রচিত হয়েছিল একুশে অক্টোবর, আজ সেই বিশেষ দিন ।
ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যা আজও অনেক ভারতবাসীর কাছে রয়ে গেছে অজানাই — অথচ এই দিনেই লেখা হয়েছিল ভারতের স্বাধীনতার এক অবিস্মরণীয় সুন্দর অধ্যায়।
দিনটি ছিল ১৯৪৩ সালের ২১শে অক্টোবর। সেই ঐতিহাসিক দিনে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর শহরে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম স্বাধীন সরকার — “আর্জি হুকুমত-এ-আজাদ হিন্দ” বা অস্থায়ী আজাদ হিন্দ সরকার।
এই সরকারই ছিল স্বাধীন ভারতের প্রথম রূপ। এর রাষ্ট্রপ্রধান, সর্বাধিনায়ক ও প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই— তাই বলা যেতেই পারে তিনিই প্রকৃত অর্থে অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী।
এই সরকারের ছিল নিজস্ব মন্ত্রিসভা, ব্যাংক, মুদ্রা, সেনাবাহিনী, বেতার, আইনব্যবস্থা ও জাতীয় পতাকা।
মাত্র একটি স্বপ্নে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠেছিল এই শক্তিশালী কাঠামো — “তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব!”
আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দিয়েছিল জাপান, জার্মানি, বার্মা, ইতালি সহ মোট ১৩টি দেশ। ২৩শে অক্টোবর মধ্যরাতে এই সরকার একযোগে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরই পর আজাদ হিন্দ ফৌজের তেজে কাঁপে ব্রিটিশ সাম্রাজ্য।
প্রায় ৬০,০০০ সৈন্য নিয়ে গঠিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজ, যাদের মধ্যে ২৬,০০০ বীরসন্তান প্রাণ বিসর্জন দেন মাতৃভূমির টানে। নেতাজি নিজ হাতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম দেন — “শহীদ” ও “স্বরাজ দ্বীপ”। মনিপুর ও নাগাল্যান্ড পর্যন্ত পৌঁছে যায় আজাদ হিন্দ বাহিনীর পদচিহ্ন।
যদিও সামরিকভাবে এই যুদ্ধ জেতা সম্ভব হয়নি, কিন্তু ভারতীয় হৃদয়ে জ্বলে উঠেছিল স্বাধীনতার জ্বালা।
আজাদ হিন্দ ফৌজের সাহস আর ত্যাগের আগুনেই জন্ম নেয় ১৯৪৬ সালের নৌ-বিদ্রোহ, আর সেই বিদ্রোহই হয়ে ওঠে ভারতের স্বাধীনতার শেষ প্রজ্জ্বলিত স্ফুলিঙ্গ।
২১শে অক্টোবর কেবল ইতিহাসের একটি তারিখ নয়, এটি ভারতের স্বাধীন আত্মার প্রতীক, এক মহাকাব্যিক দিনের স্মৃতি, যেদিন নেতাজি বলেছিলেন —
“দিল্লি চলো!” আর কোটি ভারতীয় হৃদয় প্রতিধ্বনিত করেছিল —
“জয় হিন্দ”।
১৯৪৩ সালের ২১শে অক্টোবর সিঙ্গাপুর শহরে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম স্বাধীন সরকার…।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
More from InternationalMore posts in International »
- জোড়াসাঁকোর নোপানি হাইস্কুলে সরস্বতী পুজো, প্রাক্তনী ও পড়ুয়াদের মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান…।
- উত্তর কলকাতার স্কটিশ চার্চ কলেজের মাঠে শুরু হল তিন দিনের আন্তঃকলেজ জেলা ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল ও খো খো চ্যাম্পিয়নশিপ….
- TV9 বাংলার নুতন নিউজ সিরিজ ‘আইপ্যাক-এ ধুন্ধুমার!’…।
- প্রেস ক্লাব কলকাতায় দেব সাহিত্য কুটীর এর ৩৭ টি গ্রন্থ প্রকাশিত হল….।
- ভাপা পিঠে ধোঁয়া উঠে, গন্ধ লাগে নাকে ছুটে….।
- নৃতাল ছন্দের ৩০ বছর অতিক্রম,৩০ এর জলসায় মেতে উঠল কলকাতা….।












Be First to Comment