সত্যের স্বীকৃতি
বাবলু ভট্টাচার্য : ১৯৪৩ সালের আজকের দিনে (২১ অক্টোবর) বীর বাঙালি নেতাজী সুভাষচন্দ্র বোস তেরঙা পতাকা উত্তোলন করে ভারতের স্বাধীনতা ঘোষনা করেছিলেন। গড়েছিলেন আজাদ হিন্দ সরকার। তিনি হয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীত হয়েছিল “জনগন মন”।
সাত সাতটি দেশ স্বীকৃতি দিয়েছিল সেই স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষকে। কিন্তু স্বদেশের নেতারা সেটা মেনে নিতে পারেন নি।
গান্ধী, নেহেরু সেদিন নেতাজীর আহ্বানে সাড়া দেয়নি। গান্ধী মুখ ফিরিয়ে নিয়েছিলেন। নেহেরু সমর্থনের পরিবর্তে বুলেটের মালা দিয়ে আহ্বান জানাবে বলেছিলেন।
সেদিন যদি এমন কিছু না ঘটতো, তবে হয়তো চার বছর আগেই দেশ স্বাধীন হতো। হতোনা কলকাতা নোয়াখালীর দাঙ্গা। হতো না ভারত ভাগ।
Be First to Comment