Press "Enter" to skip to content

১৯তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র  ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ  – ফেডারেশন কাপ ২০২১…..।

Spread the love

বিশেষ প্রতিনিধি : বর্ধমান, ২৪ ডিসেম্বর ২০২১। গত ১৮ই ডিসেম্বর, ২০২১ তারিখে অল ইন্ডিয়া সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশন আয়োজিত “১৯তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ  – ফেডারেশন কাপ ২০২১” এর ফলাফল প্রকাশিত হল গতকাল ২৩শে ডিসেম্বর।  করোনা অতিমারী সময়ে এই অনলাইন ও অফলাইন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮০০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিচারকমন্ডলী  বাড়িতে বসেই প্রতিযোগীদের দ্বারা পাঠানো প্রদর্শিত ক্যারাটে কৌশলের ভিডিওর মূল্যায়ন করেন।
পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি শিহান দেবাশিস কুমার মন্ডল জানান যে, এই অনলাইন প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৬ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১১ টি পদক (৪ টি সোনা, ৪ টি রুপো এবং ৩ টি ব্রোন্জ) জয়লাভ করে । পদক বিজয়ীরা হল  লগ্নজিতা খাঁ ( সোনা –  কাতা   ও   সোনা –  কুমিতে ) , বৈদ্যুতি মণ্ডল  ( সোনা –  কাতা ও রুপো –  কুমিতে ), শ্রুতি বীর  ( রুপো –  কাতা  ও  সোনা –  কুমিতে ), অয়ন্তিকা সাহা  ( রুপো –  কাতা ও ব্রোন্জ –  কুমিতে  ), জয়দেব টুডু ( ব্রোন্জ –  কাতা ও রুপো –  কুমিতে ) এবং স্বর্ণদ্যুতি টুডু  ( ব্রোন্জ – কাতা )। দেবাশিসবাবু আরও জানান যে, অফলাইনের সাথে সাথে অনলাইন প্রতিযোগিতাতেও এই সাফল্য পেয়ে জেলার সকলে খুব খুশি।

More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.