বিশেষ প্রতিনিধি : বর্ধমান, ২৪ ডিসেম্বর ২০২১। গত ১৮ই ডিসেম্বর, ২০২১ তারিখে অল ইন্ডিয়া সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশন আয়োজিত “১৯তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ – ফেডারেশন কাপ ২০২১” এর ফলাফল প্রকাশিত হল গতকাল ২৩শে ডিসেম্বর। করোনা অতিমারী সময়ে এই অনলাইন ও অফলাইন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮০০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বিচারকমন্ডলী বাড়িতে বসেই প্রতিযোগীদের দ্বারা পাঠানো প্রদর্শিত ক্যারাটে কৌশলের ভিডিওর মূল্যায়ন করেন।
পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি শিহান দেবাশিস কুমার মন্ডল জানান যে, এই অনলাইন প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৬ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১১ টি পদক (৪ টি সোনা, ৪ টি রুপো এবং ৩ টি ব্রোন্জ) জয়লাভ করে । পদক বিজয়ীরা হল লগ্নজিতা খাঁ ( সোনা – কাতা ও সোনা – কুমিতে ) , বৈদ্যুতি মণ্ডল ( সোনা – কাতা ও রুপো – কুমিতে ), শ্রুতি বীর ( রুপো – কাতা ও সোনা – কুমিতে ), অয়ন্তিকা সাহা ( রুপো – কাতা ও ব্রোন্জ – কুমিতে ), জয়দেব টুডু ( ব্রোন্জ – কাতা ও রুপো – কুমিতে ) এবং স্বর্ণদ্যুতি টুডু ( ব্রোন্জ – কাতা )। দেবাশিসবাবু আরও জানান যে, অফলাইনের সাথে সাথে অনলাইন প্রতিযোগিতাতেও এই সাফল্য পেয়ে জেলার সকলে খুব খুশি।
১৯তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ – ফেডারেশন কাপ ২০২১…..।

More from SportMore posts in Sport »
- Shri Leander Paes was conferred with the prestigious P C Chandra Puraskaar 2025….
- INVICTUS 2025: Concludes with a Grand Celebration of Talent and Triumph….
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- ‘মশাল’ একশো বছর পেরিয়ে….’শতবর্ষের ইস্টবেঙ্গল’ উদ্বোধনে মুখ্যমন্ত্রী…।
- রবীন্দ্র সদনে ভালো দল করতে ইস্টবেঙ্গলকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী….।
- ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ ফিল্মটির আনুষ্ঠানিক উদ্বোধনে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়…।
Be First to Comment