সায়ন দেবনাথ : ঢোলাহাট, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫। যুগচার্য্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০ তম শুভ জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ১০ম প্রণব রথযাত্রা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় এই রথ প্রদক্ষিণ করে আশপাশের বিভিন্ন গ্রামে। এই রথের মহারথী হিসাবে পুজো করা হয় স্বামী প্রণবানন্দ মহারাজ এবং সারথি দেবাদিদেব মহাদেবকে। সুসজ্জিত এই বর্ণাঢ্য রথ যাত্রায় শিশুদের ব্রতচারী, ক্যারাটে বাহিনী, মহিলা ঢাকী, আদিবাসী নৃত্য, বাংলা -ইংলিশ ব্যান্ড, কীর্ত্তন দল সহ জীবন্ত ঠাকুর সেজে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
এবছর তারক ব্রহ্ম সিদ্ধ শিব নাম ওঁ হরো গুরু শঙ্কর শিব শম্ভু -এর শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ১৩০জন মায়েরা এই সিদ্ধ নামের নামাবলী গলায় দিয়ে রথ যাত্রায় অংশগ্রহণ করেন। এই রথ যাত্রায় উৎসাহিত ভক্ত শিষ্যদের সাথে পথের দুইপারে অসংখ্য মানুষ ভীড় করে রথ ও রথের দড়ি স্পর্শ করেন। রথ পরিক্রমা শুরু হয় মন্মথপুর হিন্দু মিলন মন্দির থেকে। পরে বাঁশতলা বাজার, মনসা মন্দির, মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে মন্মথপুর প্রণব মন্দির প্রায় ৫ কিলো মিটার ধরে এই পরিক্রমা চলে। এলাকাবাসী মানুষের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া।
১০ তম প্রণব রথ ও হর গুরু শঙ্কর শিব শম্ভুর শতবর্ষ পালন….।

More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রাম্প-দখলে ভেনেজুয়েলা’….।
- প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা -২০২৬….।
- কল্পতরু উৎসব – মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ….।
- আসন্ন গঙ্গাসাগর মেলায় রেকর্ড ভিড় সামলাতে রাজ্যের ব্যাপক ব্যবস্থা…।
- হিন্দুস্থান ক্লাবে বিশ্ব হিন্দু সনাতন বোর্ড পশ্চিমবঙ্গে নতুন নেতৃত্ব ঘোষণা করল, ঐক্য, সেবা ও অরাজনৈতিক সমাজসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত…।
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।






Be First to Comment